ভারতের তারকা স্কোয়াশ খেলোয়াড সৌরভ ঘোষাল অবসর কাটিয়ে ফিরে আসতে চলেছে কোর্টে। ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত অস্ট্রেলিয়ায় সিডনিতে আসর বসছে ওকটেন সিডনি ক্লাসিকের, সেখানেই তাঁকে ফের পেশাদার স্কোয়াশে খেলতে দেখা যাবে। তিনি এই প্রতিযোগিতায় নামার জন্য আবারও প্রফেশনাল স্কোয়াশ অ্যাসোসিয়েশনের সদস্যপদ নিয়েছেন।
সৌরভ ঘোষাল জানাচ্ছেন, ‘আমি জানুয়ারি মাস থেকেই আবারও পিএসএর সদস্য হয়ে গেছি। আমি আমার প্রথম প্রতিযোগিতা খেলব এবার সিডনিতে, ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত। আশা করছি এরপর মেজর প্রতিযোগিতাগুলোতেও খেলতে নাব আর নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা করব ’।
গত এপ্রিলে অবসর নেন সৌরভ ঘোষাল
গতবছর এপ্রিল মাসেই পেশাদার স্কোয়াশ থেকে নিজের অবসরের সিদ্ধান্ত নেন ভারতের এই তারকা খেলোয়াড়। তাঁর ঝুলিতে রয়েছে ১০টি পিএসএ খেতাব। ২০২৪ সালে উইন্টি সিটি ওপেনে পিএসএ টুরে শেষবার তিনি খেলতে নেমেছিলেন। রাউন্ড অফ ৬৪র ম্যাচে তিনি হেরে যান মার্কিন যুক্তরাষ্ট্রের টিমোথি ব্রাউনওয়েলের বিপক্ষে।
আরও পড়ুন-শততম টেস্টে ক্রিকেটকে বিদায়! শেষ ইনিংসে করুণারত্নে করলেন ১৪, দুই ইনিংস মিলিয়ে ৫০
কেন খেলায় ফিরছেন সৌরভ?
ঠিক কি কারণে ফের খেলায় ফেরার সিদ্ধান্ত? সৌরভ ঘোষাল বলছেন, ‘ আমি সব সময়ই দেশের জন্য খেলতে চাই। সেই কারণেই পিএসএতে ফের একবার ফেরার সিদ্ধান্ত নিয়েছি’। তাঁর খেলায় ফেরার বিষয়ে একটা জিনিস বোঝা যাচ্ছে, এখনই আর অবসরের সিদ্ধান্ত নেবেন না তিনি। ফলে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সকেও টার্গেট করতে পারেন তিনি। তার আগে অবশ্য এশিয়ান গেমস এবং কমনওয়েল্থ গেমসও রয়েছে।
২০২৪এ অবসরের পর ২০২৫এ প্রত্যাবর্তন-
ক্রিকেটের চাকচিক্যের দৌলতে স্কোয়াশ এমনিতে অনেকটা পিছিয়ে থাকলেও সৌরভ ঘোষালের মতো হাতে গোনা কয়েকজন তারকার সৌজন্যে এই খেলারও আসতে আসতে জনপ্রিয়তা বেড়েছে ভারতে। ২০২৪ সালে অবসর নেওয়ার পর ফের কামব্যাকের সিদ্ধান্ত নেওয়ায় আবারও ভারতীয় ক্রীড়াক্ষেত্রের শিরোনামে উঠে এসেছেন কলকাতার এই ছেলে।
আরও পড়ুন-আয়ুবের চোট, ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার কে? রিজওয়ান বলছেন, ‘কিং কর লেগা’,
বর্ণময় কেরিয়ারে একাধিক কৃতিত্বের মালিক সৌরভ-
এশিয়ান গেমসের জোড়া স্বর্ণপদক রয়েছে সৌরভ ঘোষালের। নিজের বর্ণময় কেরিয়ারে টিম ইভেন্টে হ্যাংঝৌ এবং ইনিশিয়ন গেমসে সোনার পদক জেতেন সৌরভ। এছাড়াও কমনওয়েল্থ গেমসে নিজের বর্ণময় কেরিয়ারে জিতেছেন তিনটি পদক। ২০২২ সালে ওয়ার্ল্ড ডবলস চ্যাম্পিয়নশিপের মিক্সড ইভেন্টে সৌরভ ঘোষাল সোনা জিতেছিলেন। এছাড়াও ২০১৯ সালে প্রথম ভারতীয় হিসেবে স্কোয়াশ ক্রমতালিকায় প্রথম দশে জায়গা করে নেন সৌরভ ঘোষাল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।