বাংলা নিউজ > ময়দান > বছর শেষে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবেন কামিন্সরা, প্রকাশিত সূচি

বছর শেষে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবেন কামিন্সরা, প্রকাশিত সূচি

২০২৩-২৪ মরশুমের সূচি প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া। ছবি- রয়টার্স  (REUTERS)

অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালীন আন্তর্জাতিক সিরিজের সূচি প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়ার। বছর শেষে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবেন কামিন্সরা।

অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের ২০২৩-২৪ এর গ্রীষ্মকালীন আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। শুধু মহিলাদেরই নয় পুরুষদেরও ম্যাচের সব তালিকা প্রকাশ করা হয়েছে। আজ অস্ট্রেলিয়া মহিলা ও পুরুষ ক্রিকেট দলের আন্তর্জাতিক খেলা সম্পর্কে সমস্ত কিছু তথ্য প্রকাশ হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়া মহিলা ও পুরুষদের আন্তর্জাতিক এই ম্যাচগুলি মোট ৭টি শহরের ১১ টি স্টেডিয়ামে খেলা হবে। ৪টি টেস্ট ম্যাচ খেলা হবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এর পাশাপাশি ৯টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা। এই ম্যাচগুলি দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হবে।

অস্ট্রলিয়ার প্রমীলা বাহিনী ২০১৬ সালের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এই মরশুম শুরু করবে। সিডনি এবং ওভালে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে। ১ অক্টোবর মাঠে নামবে তারা।

গ্রীষ্মকালীন পুরুষদের ম্যাচটি ডিসেম্বর-জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। তারা পাকিস্তানের বিরুদ্ধে তিনটি এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২টি ম্যাচ খেলবে। সবগুলি হোম ম্যাচ হবে। ২০০৪ সালে পাকিস্তান দল দক্ষিণ অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট ম্যাচ খেলে। উদ্বোধনী ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মহিলা দল। এই উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে পারথে ডবলু এসিএ গ্রাউন্ডে। এই মাঠেই ২০১৪ সালে শেষবার একটি মহিলা টেস্ট আয়োজিত হয়েছিল।

অস্ট্রেলিয়ার পুরুষ দল আসন্ন ওডিআই বিশ্বকাপের পর তাদের সময়সূচি অনুযায়ী যাত্রা শুরু করবে। অজি দল দক্ষিণ আফ্রিকার পুরষ দলের বিরুদ্ধে জানুয়ারির শেষের দিকে টি-টোয়েন্টি এবং একদিনের ম্যাচ খেলবে। ক্যানবেরিয়া, হোবার্ট, অ্যাডিলেড এবং সিডনিতে এই ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। এই দুই দলের প্রথম ম্যাচ হবে পারথে।

অন্যদিকে ক্রিকেট বিশ্বকাপের পরই ১৪ ডিসেম্বর থেকে পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া। এর আগে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার দৌরাত্বে অজি পুরুষ দল পাকিস্তানে বেশ চাপের মুখে পড়ে। স্বাভাবিক ভাবেই ফিরতি সিরিজে অস্ট্রেলিয়ার পেস অক্রমনের মুখে পড়বে পাক দল।

নতুন সূচি প্রকাশিত হলেও, আগামী ৭ জুন থেকে ওভালে বসবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর। আর সেই ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। এই প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা করে নিয়েছে অজরা। তবে ভারত প্রথম দল হিসাবে পরপর দু'বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা করে নিয়েছে।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

এক ‘ঘায়ে’ কুপোকাত গুন্ডা! রতন টাটার মতো সাহসী আর বীর শিল্পপতি কমই এসেছেন বসন্ত এসেছিল তাঁর জীবনেও, ৪ বার বিয়ে ভেস্তে যায় রতন টাটার! কে ছিলেন প্রেমিকা ‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগের অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন? আজ থেকে বক্রী গুরু, ভাগ্য হবে বিমুখ, ৪ রাশির এই ১১৯ দিন কাটবে দুঃস্বপ্নের মতো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.