শুভব্রত মুখার্জি: দেশের মাটিতে বিপক্ষ দলের বিরুদ্ধে পাকিস্তানের বোলারদের সবথেকে বড় অস্ত্র রিভার্স সুইং বোলিং। ওয়াকার ইউনিস, ওয়াসিম আক্রমদের হাত ধরে যে নয়া 'অস্ত্রের' হদিশ পেয়েছিল গোটা বিশ্ব আজ তা বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদের কাছে বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। ২৪ বছর পরে পাকিস্তান সফরে এসে পাক বোলারদের এই ভয়ঙ্কর 'হাতিয়ার'কে ভোঁতা করার লক্ষ্যে অনুশীলন করছেন স্টার অজি ব্যাটার মার্নাস লাবুশান। টেনিস বলকে 'রাফ' করে তার বিরুদ্ধে ব্যাট করে তিনি এই প্রস্তুতি সারছেন।
প্রসঙ্গত ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। অজি ব্যাটারদের জন্য এই সফরে পাক বোলারদের সামলানো কার্যত দ্বৈত চ্যালেঞ্জ। একদিকে তাদের স্পিন এবং অন্যদিকে রয়েছে রিভার্স সুইং বলের বিরুদ্ধে লড়াই। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে লাবুশান জানিয়েছেন 'সত্যি বলতে ওদের দুই সেরা পেসার হাসান আলি এবং শাহিন শাহ আফ্রিদি। তারপরে আমাদের খেয়াল রাখতে হবে বাকি কারা ওদের সঙ্গে বোলিং বিভাগের দায়িত্ব সামলাবে। আপনাকে সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। উইকেটের চরিত্রকে মাথায় রেখেই ওদের বোলাররা বল করবে। সেটাকে সামলানোই মূল চ্যালেঞ্জ।'
লাবুশান অবশ্য স্বীকার করে নিয়েছেন পাকভূমে রিভার্স সুইং খেলাটা চাপ হতে চলেছে তাদের জন্য। কারণ এর আগে কয়েকটি পিচে অ্যাসেজে তারা এই ধরনের মুভমেন্টের বল খেললেও পাকিস্তানের ২২ গজে খেলাটা বড় ব্যাপার। লাবুশান জানিয়েছেন অ্যাসেজে মার্ক উডের অত জোরে বল খেলাটা তাদের জন্য সহায়ক হতে চলেছে।