শুভব্রত মুখার্জি
প্রায় ১৫ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি বিরাটের আরসিবি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-২০ তে সেই কোটি টাকার ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটেই চলছিল রানের খরা। ফলে চিন্তিত ছিলেন আরসিবি ফ্যানরা। তাদের সেই সব চিন্তা তৃতীয় টি-২০ তে কিছুটা হলেও লাঘব করলেন ম্যাক্সওয়েল। তৃতীয় টি-২০ ম্যাচ জিতে সিরিজে ফিরলেন অজিরা। বলা যায় তৃতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া।
ওয়েলিংটনে স্বাগতিকদের বিপক্ষে অজিদের ৬৪ রানের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন সদ্য আরসিবিতে যাওয়া অস্ট্রেলিয়া দলের অন্যতম সেরা তারকা গ্লেন ম্যাক্সওয়েল। ওয়েলিংটনে ব্যাটিংয়ে নেমে শুরুটা একটু বুঝে শুনেই করেছিলেন ম্যাক্সওয়েল। দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ আউট হয়ে ফেরার পর ব্যাট হাতে আলাদা রূপে ধরা দেন অজি অলরাউন্ডার। জিমি নিশামের করা ১৭তম ওভারেই নেন ২৮ রান। ২৫ বলে কেরিয়ারে নবম টি-২০ অর্ধশতরানটা পূরণ করেন অজি অলরাউন্ডার।
শেষমেশ ৩১ বলে ৭০ রানে টিম সাউদির বলে আউট হয়ে থামে ম্যাক্সওয়েলের মারকাটারি ইনিংস। ৮টি চার এবং ৫ টি ছয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। নিশামের বিরুদ্ধে ম্যাক্সওয়েলের সেই অগ্নিমূর্তি ধারন করা ওভারের প্রথম বলে তাঁর হাঁকানো ছয়ের বলটি সরাসরি আঘাত হানে গ্যালিরর একটি চেয়ারে। ফলে চেয়ারটি ভেঙ্গে যায়। এবার সেই চেয়ারটিকেই নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।