এনসিএ-তে প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন রোহিত শর্মা। প্রাক্তন আরসিবি এবং কেনিয়ার ক্রিকেটার তন্ময় মিশ্রের সঙ্গে নিজের ছবিও শেয়ার করেছেন রোহিত শর্মা৷ সেই ছবিতে অনেকটাই রোগা মনে হচ্ছে রোহিত শর্মাকে। নিজের ইনস্টাগ্রামে তন্ময় মিশ্রের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন ভারতের সাদা বলের অধিনায়ক। রোহিত শর্মাকে অনেকটাই ফিটার এবং পাতলা দেখাচ্ছে। রোহিত সম্ভবত নিজের ৬ কেজি ওজন কমিয়েছেন। ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কামব্যাক করার জন্য তাকে ভালো অবস্থায় দেখাচ্ছে।
যে ছবিটি রোহিত শেয়ার করেছেন তাতে গত কয়েক মাসের তুলনায় হিটম্যানকে অনেক বেশি ফিটার এবং পাতলা দেখাচ্ছে। ডিসেম্বরের শুরুতে মুম্বইয়ে প্রশিক্ষণের সময় রোহিত শর্মা হ্যামস্ট্রিংয়ে চোট পান। পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে থেকে বাদ পড়েন। এরপর থেকে এনসিএ-তে চোট কাটিয়ে উঠছেন তিনি। এখন অবশ্য তাকে জাতীয় দলে ফিরে আসার জন্য যথেষ্ট ফিট দেখাচ্ছে।
বোর্ডের একটি সূত্র মারফৎ খবর পাওয়া যাচ্ছে, এনসিএ-র বিশেষজ্ঞরা হিটম্যানকে ওজন কমাতে বলেছেন। সঙ্গে হাঁটু এবং হ্যামস্ট্রিংয়ের উপর চাপ কমানোর পরামর্শ দিয়েছিলেন। তারপর থেকে, রোহিত শর্মা কঠোর পরিশ্রম করে চলেছেন এবং প্রশিক্ষকদের নির্দেশ অনুসারে নিয়ম মেনে চলেছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ‘এনসিএ-তে রোহিতের পুনর্বাসন বেশ ভালো চলছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনি ঠিকই থাকবেন বলে আশা করা হচ্ছে। ৬ ফেব্রুয়ারি আহমেদাবাদে প্রথম ওডিআই শুরু। এখনও প্রায় তিন সপ্তাহের মত হাতে সময় রয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।