মুম্বইয়ের কাছে হার দিয়ে যাত্রা শুরু করলেও সিনিয়র ওমেনস টি-২০ কাপে পরের দু'ম্যাচে পরপর জয় তুলে নেয় বাংলা। সৌরাষ্ট্রের পরে এবার বাংলার মহিলা ক্রিকেট দল হারিয়ে দেয় অসমকে।
জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে অসম। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মোটে ৭০ রান সংগ্রহ করে। দলের হয়ে সব থেকে বেশি ১৫ রান করে সংগ্রহ করেন গায়ত্রী গুরুং ও মণিকা দাস। এছাড়া দেবশ্রী কোনওয়ার ১৩ রানের যোগদান রাখেন। বাকিরা কেউই দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
বাংলার সব বোলাররাই অত্যন্ত কৃপণ বোলিং করেন। তিথি দাস ৬ রানে ২ উইকেট নেন। ১১ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন দীপ্তি শর্মা। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন রুমেলি ধর, গৌহার সুলতানা, মিতা পাল ও সাইকা ইশাক।
আরও পড়ুন:- দীপ্তি, রুমেলিরা চূড়ান্ত ব্যর্থ, T20-তে জেমির মুম্বইয়ের কাছে বাজে হার বাংলার
জবাবে ব্যাট করতে নেমে বাংলা ১৫.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৭১ রান তুলে নেয়। ২৬ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে তারা। দীপ্তি ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ৩৫ রান করে আউট হন। ৪৩ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন মিতা পাল। ধারা গুজ্জর ২ ও রিচা ঘোষ ব্যক্তিগত ৪ রানে নট-আউট থাকেন। অসমের হয়ে ১টি করে উইকেট দখল করেন মৌসুমি ও পাপড়ি গগৈ।
উল্লেখ্য, গতবারের ফাইনালিস্ট বাংলা এবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে জেমিমা রডরিগেজের মুম্বইয়ের কাছে ৪৫ রানের ব্যবধানে পরাজিত হয়। দ্বিতীয় ম্যাচে সৌরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে দেন দীপ্তি শর্মারা। এবার অসমের বিরুদ্ধেও দাপুটে জয় তুলে নেয় বাংলা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।