বাংলা নিউজ > ময়দান > Senior Women's T20: কৃপণ বোলিং দীপ্তিদের, পরপর দ্বিতীয় জয় বাংলার মেয়েদের

Senior Women's T20: কৃপণ বোলিং দীপ্তিদের, পরপর দ্বিতীয় জয় বাংলার মেয়েদের

দাপুটে জয় দীপ্তিদের। ফাইল ছবি- সিএবি।

জেমিমা রডরিগেজের মুম্বইয়ের কাছে হার দিয়ে এবছর সিনিয়র ওমেনস টি-২০ অভিযান শুরু করে বাংলা। তবে সেই হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় রুমেলির নেতৃত্বাধীন বাংলার মহিলা ক্রিকেট দল। এই নিয়ে টানা দু'টি ম্যাচে একতরফা জয় তুলে নেন দীপ্তি শর্মারা।

মুম্বইয়ের কাছে হার দিয়ে যাত্রা শুরু করলেও সিনিয়র ওমেনস টি-২০ কাপে পরের দু'ম্যাচে পরপর জয় তুলে নেয় বাংলা। সৌরাষ্ট্রের পরে এবার বাংলার মহিলা ক্রিকেট দল হারিয়ে দেয় অসমকে।

জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে অসম। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মোটে ৭০ রান সংগ্রহ করে। দলের হয়ে সব থেকে বেশি ১৫ রান করে সংগ্রহ করেন গায়ত্রী গুরুং ও মণিকা দাস। এছাড়া দেবশ্রী কোনওয়ার ১৩ রানের যোগদান রাখেন। বাকিরা কেউই দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

বাংলার সব বোলাররাই অত্যন্ত কৃপণ বোলিং করেন। তিথি দাস ৬ রানে ২ উইকেট নেন। ১১ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন দীপ্তি শর্মা। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন রুমেলি ধর, গৌহার সুলতানা, মিতা পাল ও সাইকা ইশাক।

আরও পড়ুন:- দীপ্তি, রুমেলিরা চূড়ান্ত ব্যর্থ, T20-তে জেমির মুম্বইয়ের কাছে বাজে হার বাংলার

জবাবে ব্যাট করতে নেমে বাংলা ১৫.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৭১ রান তুলে নেয়। ২৬ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে তারা। দীপ্তি ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ৩৫ রান করে আউট হন। ৪৩ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন মিতা পাল। ধারা গুজ্জর ২ ও রিচা ঘোষ ব্যক্তিগত ৪ রানে নট-আউট থাকেন। অসমের হয়ে ১টি করে উইকেট দখল করেন মৌসুমি ও পাপড়ি গগৈ।

আরও পড়ুন:- Senior Women's T20 League: প্রথম ম্যাচে শূন্য রান ৬ ব্যাটারের, পরদিনই সৌরাষ্ট্রকে ১০ উইকেট উড়িয়ে দিল বাংলা

উল্লেখ্য, গতবারের ফাইনালিস্ট বাংলা এবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে জেমিমা রডরিগেজের মুম্বইয়ের কাছে ৪৫ রানের ব্যবধানে পরাজিত হয়। দ্বিতীয় ম্যাচে সৌরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে দেন দীপ্তি শর্মারা। এবার অসমের বিরুদ্ধেও দাপুটে জয় তুলে নেয় বাংলা।

বন্ধ করুন