আইপিএলের প্লে-অফ উইকে বসবে ওমেনস টি-২০ চ্যালেঞ্জের আসর। তার আগে সিনিয়র ওমেনস টি-২০ লিগে নিজেদের জাত চেনাচ্ছেন ভারতের প্রথম সারির কার্যত সব মহিলা ক্রিকেটার। জাতীয় টি-২০ টুর্নামেন্টে এবার চমক দিয়েছেন বেশ কয়েকজন নতুন ক্রিকেটার।
সিনিয়র ওমেনস টি-২০ লিগের কোয়ার্টার ফাইনাল শেষ হয়েছে ইতিমধ্যেই। সেমিফাইনালের আগে ফিরে দেখা যাক শেষ আটের লড়াইয়ের ছবিটা।
প্রথম কোয়ার্টার ফাইনাল: বরোদা বনাম মুম্বই
টস জিতে শুরুতে ব্যাট করতে নামে মুম্বই। নির্ধারিত ২০ ওভারে তারা ৬ উইকেটের বিনিময়ে ১৭১ রান তোলে। জেমিমা রডরিগেজ ১৭ বলে ২১ রান করেন। শিমরন ২২ বলে ৩৪ রানের যোগদান রাখেন।
জবাবে ব্যাট করতে নেমে বরোদা ১৮.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৭৩ রান তুলে ম্যাচ জিতে যায়। তারান্নুম পাঠান ৪০ বলে ৫৫ রান করেন। যস্তিকা ভাটিয়া ২২ বলে ৩৩ রান করেন। ৭ উইকেটে ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নেয় বরোদা।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল: মহারাষ্ট্র বনাম হিমাচল
মহারাষ্ট্র টস জিতে শুরুতে ব্যাট করতে পাঠায় হিমাচলকে। নির্ধারিত ২০ ওভারে হিমাচল ৯ উইকেটের বিনিময়ে ১০০ রান তোলে। প্রাচী চৌহান ৪৭ বলে অপরাজিত ৪১ রান করেন। দেবিকা বৈদ্য ১৮ রানে ৩ উইকেট দখল করেন।
পালটা ব্যাট করতে নেমে মহারাষ্ট্র ১৩.৪ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১০২ রান তুলে ম্যাচ জিতে যায়। স্মৃতি মন্ধনা ৩৬ বলে ৪৬ রান করে নট-আউট থাকেন। ৯ উইকেটে ম্যাচ জিতে শেষ চারের টিকিট নিশ্চিত করে মহারাষ্ট্র।
তৃতীয় কোয়ার্টার ফাইনাল: রেলওয়েজ বনাম কেরল
টস জিতে রেলওয়েজকে শুরুতে ব্যাট করতে পাঠায় কেরল। ২০ ওভারে রেলওয়েজ ৬ উইকেটের বিনিময়ে ১৬৬ রান তোলে। মেঘানা ১৮, হেমলতা ৩৭ বলে ৬৪ ও স্নেহ রানা ২১ বলে ৩৯ রান করে নট-আউট থাকেন।
পালটা ব্যাট করতে নেমে কেরল ৯ উইকেটে ৯৫ রানে আটকে যায়। সজনা ২৫ রান করেন। আশা ১৯ রানে ৩ উইকেট নেন। ৭১ রানে ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে যায় রেলওয়েজ।
চতুর্থ কোয়ার্টার ফাইনাল: ওড়িশা বনাম হরিয়ানা
টস জিতে হরিয়ানা শুরুতে ব্যাট করতে পাঠায় ওড়িশাকে। নির্ধারিত ২০ ওভারে ওড়িশা ৬ উইকেটে ১৫১ রান তোলে। মাধুরী মেহেতা ৫৫ বলে ৬৬ রান করেন। মানসী যোশি ১৮ রানে ২ উইকেট দখল করেন।
হরিয়ানা অবশ্য ৮ উইকেটে ১৩৮ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। শেফালি বর্মা ব্যাট হাতে ব্যর্থ হন। সুমন গুলিয়া ২২ বলে ৩১ রান করেন। সুজাতা মালিক ২০ রানে ২ উইকেট দখল করেন। ১৩ রানে ম্যাচ জিতে সেমিফাইনালে যায় ওড়িশা।
সেমিফাইনালের সূচি (২ মে):-
প্রথম সেমিফাইনাল: মহারাষ্ট্র বনাম বরোদা।
দ্বিতীয় সেমিফাইনাল: রেলওয়েজ বনাম ওড়িশা।