স্মৃতি মন্ধনা নিজের সেরা ইনিংসটি তুলে রেখেছিলেন টুর্নামেন্টে ফাইনালের জন্য। খেতাবি লড়াইয়ে দুর্দান্ত ব্যাট করেন তিনি। তবে তাঁর দল মহারাষ্ট্রকে ফাইনালে হার মানতে হয় রেলওয়েজের কাছে। মন্ধনার মহারাষ্ট্রকে ৭ উইকেটে পরাজিত করে সিনিয়র ওমেনস টি-২০ লিগে চ্যাম্পিয়ন হয় রেলওয়েজ।
লালভাই স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে মহারাষ্ট্র। নির্ধারিত ২০ ওভারে তারা ৪ উইকেটে ১৬০ রান তোলে। ওপেন করতে নেমে অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন মন্ধনা। তিনি ৫৬ বলে ৮৪ রান করে আউট হন। আগ্রাসী ইনিংসে মন্ধনা ১১টি চার ও ৩টি ছক্কা মারেন।
এছাড়া এসএস সিন্ধে করেন ৩০ রান। হাসাবনিস ১৫ রান করে মাঠ ছাড়েন। দেবিকা বৈদ্য ৯ রান করে নট-আউট থেকে যান। স্বাগতিকা রথ ৩৩ রানে ৩টি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে রেলওয়েজ ১৮.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ১১ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে ট্রফি হাতে তোলেন স্নেহ রানারা।
ওপেনার মেঘানা ৯টি বাউন্ডারির সাহায্যে ৩২ বলে ৫২ রান করেন। ৪১ বলে ৬৫ রান করেন হেমলতা। তিনি ৯টি চার ও ২টি ছক্কা মারেন। ক্যাপ্টেন রানা ৪ বলে ৬ রান করে নট-আউট থাকেন।