বাংলা নিউজ > ময়দান > Serena Williams out of US Open 2022: শেষটা হল না রূপকথার মতো, US Open থেকে গিয়ে ছিটকে কেঁদে ফেললেন সেরেনা উইলিয়ামস

Serena Williams out of US Open 2022: শেষটা হল না রূপকথার মতো, US Open থেকে গিয়ে ছিটকে কেঁদে ফেললেন সেরেনা উইলিয়ামস

সাতাশ বছরের কেরিয়ার, ২৩ টি সিঙ্গলস গ্র্যান্ডস্ল্যাম - পেশাদার টেনিস কেরিয়ারের শেষটা অবশ্য রূপকথার মতো হল সেরেনা উইলিয়ামসের। যিনি এমন একটা সময় টেনিস কোর্টে পা রেখেছিলেন, যে সময় শ্বেতাঙ্গ খেলোয়াড়রা দাপট দেখাতেন। সেখান থেকে প্রায় তিন দশকের পেশাদার কেরিয়ারে ‘GOAT’ (সর্বকালের অন্যতম সেরা) হয়ে উঠেছেন।

অন্য গ্যালারিগুলি