বাংলা নিউজ > ময়দান > স্বপ্নভঙ্গের পরে বিদায়, আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন স্পেনের তারকা

স্বপ্নভঙ্গের পরে বিদায়, আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন স্পেনের তারকা

সার্জিও বুসকেটস (Getty Images)

শুক্রবারেই অবসরের কথা ঘোষণা করে দিয়েছেন তিনি। উল্লেখ্য ২০১০ সালে বিশ্বকাপ জিতেছিল স্পেন। সেবার ফাইনালে নেদারল্যান্ডস দলকে ১-০ ফলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন দল। সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

শুভব্রত মুখার্জি: কাতার বিশ্বকাপে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেনি স্পেন। নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে শুরু করে স্প্যানিশ দল। এরপর তাঁরা নক আউট পর্যায়ে উঠলেও শেষ রক্ষা হয়নি। রাউন্ড অফ ১৬ থেকেই ছিটকে যেতে হয় তাঁদের। এমন আবহের মধ্যেই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন বর্তমান স্পেন দলের অধিনায়ক সার্জিও বুসকেটস। উল্লেখ্য ২০১০ সালে বিশ্বকাপ জিতেছিল যে স্প্যানিশ দল, সেই দলের একমাত্র সদস্য যিনি এখনও জাতীয় দলের হয়ে খেলছিলেন। তবে চলতি বিশ্বকাপে খারাপ ফল করার পরেই তিনি অবসর ঘোষণা করলেন।

শুক্রবারেই অবসরের কথা ঘোষণা করে দিয়েছেন তিনি। উল্লেখ্য ২০১০ সালে বিশ্বকাপ জিতেছিল স্পেন। সেবার ফাইনালে নেদারল্যান্ডস দলকে ১-০ ফলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন দল। সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এখন পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া সেই চ্যাম্পিয়ন দলের একমাত্র সদস্য ছিলেন তিনি। যিনি এবার আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানালেন। বিশ্বকাপের পাশাপাশি স্পেনের হয়ে ২০১২ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ অর্থাৎ ইউরো কাপের শিরোপাও জিতেছিলেন তিনি। ৩৪ বছর বয়সি এই ফুটবলার দেশের জার্সিতে ইতিমধ্যেই ১৪৩ টি ম্যাচ খেলে ফেলেছিলেন।

৩৪ বছর বয়সি তাঁর সোশ্যাল মিডিয়াতে এই অবসরের কথা জানিয়েছেন। তিনি লিখেছেন 'আমি সবাইকে জানিয়ে এই ঘোষণা করতে চাই যে ১৫ বছর টানা আন্তর্জাতিক ফুটবলে ১৪৩টি ম্যাচ খেলার পরে সময় এসেছে জাতীয় দলকে বিদায় জানানোর।' উল্লেখ্য কাতার বিশ্বকাপে স্পেন দলের অধিনায়ক ছিলেন তিনি। শেষ ষোলোতে মরক্কোর কাছে হেরে ছিটকে যায় তাঁরা। মরক্কোর বিরুদ্ধে তিন স্প্যানিশ ফুটবলার তাঁদের পেনাল্টি মিস করেছিলেন। যাদের মধ্যে অন্যতম ছিলেন সার্জিও বুসকেটস।

বন্ধ করুন