অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী মাসে শুরু হতে যাওয়া চার টেস্ট সিরিজের প্রথম ২ ম্যাচের জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্ট রবীন্দ্র জাদেজাকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে, তিনি তখনই এই সিরিজে নামবেন যখন তিনি নিজেকে ম্যাচ ফিট প্রমাণ করবেন। এমন পরিস্থিতিতে ম্যাচ ফিটনেস পেতে রঞ্জি ট্রফির শেষ লিগ ম্যাচ খেলছেন রবীন্দ্র জাদেজা। চেন্নাইয়ে তামিলনাড়ুর বিরুদ্ধে খেলায় সৌরাষ্ট্রের অধিনায়কত্ব করছেন রবীন্দ্র জাদেজা। হাঁটুর চোট থেকে সেরে ওঠার পর এটাই রবীন্দ্র জাদেজার প্রথম প্রথম শ্রেণির ম্যাচ। তবে যে ধরনের কামব্যাক রবীন্দ্র জাদেজার থেকে টিম ইন্ডিয়া আশা করছিল এটা সেটাই। রবীন্দ্র জাদেজা এখন পর্যন্ত সেভাবে পারফর্ম করতে পারেননি।
আরও পড়ুন… রাঁচিতে খেলার সময় ইশান বলবে আমায় খেলাতে হবে- পতিদার ইস্যুতে রোহিতের অকপট উত্তর
তামিলনাড়ু এবং সৌরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিক দল প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৩২৪ রান করেছিল। জবাবে প্রথম ইনিংসে ১৯২ রানে অলআউট হয়ে যায় সৌরাষ্ট্রের দল। প্রথম ইনিংসে বল হাতে বিশেষ কিছু দেখাতে পারেননি জাদেজা। তিনি ২৪ ওভার বল করেছিলেন এবং মাত্র ১ উইকেট পেতে সক্ষম হন। এমন পরিস্থিতিতে ব্যাটিংয়ে তিনি তা পূরণ করবেন বলেই আশা করা হচ্ছিল। কিন্তু, রবীন্দ্র জাদেজার খেলা শেষ হয় ২৩ বলে ১৫ রান করে। এদিন ৩টি বাউন্ডারিতে রান করেন তিনি। বাবা অপরাজিতের বলে এলবিডব্লিউ হন রবীন্দ্র জাদেজা।
আরও পড়ুন… শীঘ্রই আসছে শোলে-২! রাঁচিতে ধোনির বাড়িতে পৌঁছে ছবি শেয়ার করে বিশেষ বার্তা দিলেন হার্দিক
রবীন্দ্র জাদেজার জন্য এই ম্যাচটি শুধু ফিটনেস অর্জনের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নয়। বরং ছন্দে ওঠার জন্য এই প্রতিযোগিতাও দরকার। এই ম্যাচে বোলিং ও ব্যাটিংয়ে পুরনো রঙে ফেরার সুযোগ ছিল তার। কিন্তু, প্রথম টেস্টে অর্থাৎ প্রথম ইনিংসে, জাদেজা দুই ক্ষেত্রেই ব্যর্থ হন। এখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পেলে জাদেজাকে আরও ভালো পারফর্ম করার চেষ্টা করতে হবে। গত বছর এশিয়া কাপে হাঁটুতে চোট পান জাদেজা। এরপর থেকে দলের বাইরে ছিলেন তিনি। খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপও। এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির টেস্ট সিরিজের জন্য বাছাই করা হয়নি।
তবে এরপরে ঘুরে দাঁড়িয়েছেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় ইনিংসে বল হাতে দুরন্ত পারফর্ম করলেন তিনি। তামিলনাড়ুর বিরুদ্ধে ১৭.১ ওভার বল করে ৫৩ রান দিয়ে সাত উইকেট নিয়েছেন তিনি। তামিলনাড়ুকে মাত্র ১৩৩ রানে অল আউট করতে বড় ভূমিকা পালন করেছেন জাদেজা। এখন যদি শেষ দিনে ৮৬ ওভারে ২৬২ রান করে রবীন্দ্র জাদেজার সৌরাষ্ট্র, তাহলে সহজেই তারা ম্যাচ জিতবে। সৌরাষ্ট্রের হয়ে প্রত্যাবর্তন ম্যাচে রবীন্দ্র জাদেজার জন্য এটা ছিল ২৯তম প্রথম-শ্রেণির পাঁচ উইকেট শিকার। পঞ্চম উইকেটে অজিত রামকে আউট করে এমন কৃতিত্ব গড়েন রবীন্দ্র জাদেজা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।