তাঁর টুইটেই হুলুস্থুলু পড়ে গিয়েছিল। সতীর্থের বান্ধবীর সঙ্গে সেক্সচ্যাটের অভিযোগে বিদ্ধ হয়েছিলেন বাবর আজম। শেষপর্যন্ত সেই 'Dr Nimo Yadav' এবার জানালেন, তিনি যে টুইট করেছিলেন, তা পুরোপুরি মনগড়া ছিল। নিজেই সেই টুইটকে ‘ভুয়ো’ বলে জানিয়ে পাকিস্তানের অধিনায়কের থেকে ক্ষমা চেয়ে নেন।
সোমবার 'Dr Nimo Yadav' নামে এক টুইটার ব্যবহারকারী দাবি করেন, সতীর্থের বান্ধবীর সঙ্গে নাকি সেক্সচ্যাট করছেন বাবর। শুধু তাই নয়, সেক্সচ্যাট চালিয়ে গেলে ওই মহিলার বয়ফ্রেন্ড তথা নিজের সতীর্থকে দলে রাখার আশ্বাসও দেন বলে দাবি করেছিলেন 'Dr Nimo Yadav' নামে ওই টুইটার ব্যবহারকারী। যাঁর টুইটার অ্যাকাউন্টের পাশে নীল টিক আছে। বায়োতে লেখা আছে, 'প্যারোডি অ্যাকাউন্ট, অ্যাথলিট, রিসার্চ অ্যানালিস্ট, প্রাক্তন রঞ্জি খেলোয়াড়, ফ্যাক্ট-চেকার এবং আইআইটি খড়্গপুর।'
সেই টুইটের পর একেবারে হুলুস্থুলু পড়ে যায়। শুধু ভারত, পাকিস্তান নয়, সেই টুইটের ভিত্তিতে অস্ট্রেলিয়া-সহ অন্যান্য দেশের সংবাদমাধ্যমে খবর সম্প্রচারিত বা প্রকাশিত হয়। যদিও আদৌও যে ব্যক্তির ছবি পড়েছে, তা বাবরের কিনা, তা নিশ্চিতভাবে কোনও মহলের তরফে মন্তব্য করা হয়নি। তাতে অবশ্য বিতর্ক থামেনি। টুইটারে বাবরের বিরুদ্ধে এবং বাবরের সমর্থনে ট্রেন্ড চলতে থাকে। ‘#WeStandWithBabar’ , #StayStrongBabarAzam'-র মতো 'টপিকের ট্রেন্ডিং হচ্ছে।
তারইমধ্যে 'Dr Nimo Yadav' নামে ওই টুইটার ব্যবহারকারী জানান, 'বিদ্রুপাত্মক' টুইট নিয়ে যেভাবে বাবরের বিরুদ্ধে যেভাবে ‘জঘন্য’ অভিযোগ তোলা হচ্ছে, তা একেবারেই বাঞ্চনীয় নয়। তিনি বলেন, ‘আমিই ওই বিষয়টি শুরু করেছিলাম। ওটা ভুয়ো ছিল। বাবরের কাছে ক্ষমা চাইছি।’ পরে তিনি জানান, বাবরের বিরুদ্ধে যে 'বিদ্রুপাত্মক' টুইট (সেক্সচ্যাটের টুইট) করেছিলেন, তা মুছে দিয়েছেন তিনি।
তবে ওই 'বিদ্রুপাত্মক' টুইটের জন্য তুমুল তোপের মুখে পড়েন 'Dr Nimo Yadav' নামে ওই টুইটার ব্যবহারকারী। যদিও ওই ব্যক্তি নিজের অবস্থানে অনড় থাকেন। তিনি বলেন, 'যাঁরা বলছেন যে আমার এরকম করা উচিত হয়নি, (তাঁদের কয়েকটা কথা বলতে চাই)। আমি যখন আপনার অপছন্দের লোক বা দলকে নিয়ে এরকম করব, তখন উপভোগ করবেন না। দ্বিতীয়ত, আমি কাউকে গিয়ে বলিনি যে আমার টুইটের রিটুইট করুন বা আমার টুইটে লাইক করুন। মিডিয়া কী খবর করছে, সেটা আমায় দায়িত্ব নয়। চতুর্থত, আমি মজার জন্য টুইটার ব্যবহার করি।'
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)