সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি মহেন্দ্র সিং ধোনি, ভারতের সর্বকালের সেরা অধিনায়ক কে? এমন চর্চা দীর্ঘদিন ধরেই শোনা গিয়েছে ভারতীয় ক্রিকেটমহলে। এপ্রসঙ্গে ক্রিকেটপ্রেমীদের দ্বিধাবিভক্ত দেখালেও অতীতে ধোনির প্রশংসা করেত গিয়ে রবি শাস্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন যে, ভারতীয় ক্রিকেটের 'দাদা ক্যাপ্টেন' একজনই। তিনি হলেন ধোনি।
'দাদা ক্যাপ্টেন' কথার মধ্যেই যে সৌরভের প্রতি কটাক্ষ লুকিয়ে ছিল, তা বুঝে নিতে অসুবিধা হয়নি। কেননা ভারতীয় ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ই 'দাদা' নামে পরিচিত।
এবার মহম্মদ শামির প্রশংসা করতে গিয়ে রবি শাস্ত্রী কার্যত আরও একবার ঘুরিয়ে খোঁচা দিলেন সৌরভকে। এমনটাই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। মঙ্গলবার সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনে মহম্মদ শামি ইনিংসে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি টেস্ট কেরিয়ারে ২০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। স্বাভাবিকভাবেই এমন মাইলস্টোনের জন্য তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রাক্তন তারকারা। সেই তালিকায় নাম লেখান টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচও।
টুইটারে শামিকে জানানো অভিনন্দন বার্তায় শাস্ত্রী তারকা পেসারকে 'সুলতান অফ বেঙ্গল' বা বাংলার সুলতান নামে অভিহিত করেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, তবে কি 'বাংলার মহারাজ'এর পালটা হিসেবেই শামিকে ‘বাংলার সুলতান’ আখ্যা দিলেন শাস্ত্রী? সৌরভের সঙ্গে শাস্ত্রীর ব্যক্তিগত সম্পর্কের তিক্ততার দিকে তাকিয়ে সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।