বাংলা নিউজ > ময়দান > Shahbaz Ahmed in Indian Team: প্রথমবার ভারতীয় দলে ডাক পেলেন বাংলার শাহবাজ, অথচ সুযোগ পাননি KKR-এ

Shahbaz Ahmed in Indian Team: প্রথমবার ভারতীয় দলে ডাক পেলেন বাংলার শাহবাজ, অথচ সুযোগ পাননি KKR-এ

শাহবাজ আহমেদ। (ফাইল ছবি)

Shahbaz Ahmed in Indian Team: জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য ভারতীয় দলে ডাক পেলেন বাংলার শাহবাজ আহমেদ। যিনি এবারের আইপিএল এবং রঞ্জি ট্রফি ব্যাট-বল হাতে দুর্ধর্ষ ফর্মে ছিলেন। বিশেষত রঞ্জিতে তো একাধিক ম্যাচে বাংলাকে কার্যত একা হাতে জিতিয়েছিলেন। বিপদের মুখে বাংলার ত্রাতা হয়ে উঠেছিলেন।

অবশেষে এল বহু প্রতীক্ষিত 'ডাক'। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য ভারতীয় দলে ডাক পেলেন বাংলার শাহবাজ আহমেদ। চোটের জন্য ছিটকে যাওয়া ওয়াশিংটন সুন্দরের পরিবর্ত হিসেবে বাংলার তারকা অল-রাউন্ডারের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

মঙ্গলবার বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, ইংল্যান্ডে কাউন্টি ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন ওয়াশিংটন। সেই চোটের জন্য জিম্বাবোয়ে সফর থেকে ছিটকে গিয়েছেন তরুণ অল-রাউন্ডার। পরিবর্তে শাহবাজকে দলে নেওয়া হয়েছে। যিনি এবারের আইপিএল এবং রঞ্জি ট্রফি ব্যাট-বল হাতে দুর্ধর্ষ ফর্মে ছিলেন। বিশেষত রঞ্জিতে তো একাধিক ম্যাচে বাংলাকে কার্যত একা হাতে জিতিয়েছিলেন। বিপদের মুখে বাংলার ত্রাতা হয়ে উঠেছিলেন। আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে দারুণ ছন্দে ছিলেন কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) ব্রাত্য শাহবাজ।

আরও পড়ুন: Ranji Trophy Semifinal: ও মাঠে নামা মানে ‘কোর্স করলে চাকরি নিশ্চিত’, অরুণ লাল হদিশ দিলেন, কতটা নির্ভরযোগ্য শাহবাজ

জিম্বাবোয়ে সফরের জন্য ভারতীয় দল: কেএল রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, ইশান কিষান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, দীপক চাহার এবং শাহবাজ আহমেদ।

ভারত বনাম জিম্বাবোয়ে সিরিজের সূচি

আগামী ১৮ অগস্ট (বৃহস্পতিবার) প্রথম একদিনের ম্যাচ হবে। আগামী ২০ অগস্ট (শনিবার) দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং জিম্বাবোয়ে। আগামী ২২ অগস্ট (সোমবার) তৃতীয় একদিনের ম্যাচ হবে। তিনটি ম্যাচই হারারে স্পোর্টস ক্লাবে হতে চলেছে।

সেই সিরিজের পরই এশিয়া কাপে খেলবে ভারত। যা শুরু হচ্ছে আগামী ২৭ অগস্ট থেকে। চলবে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এশিয়া কাপও টি-টোয়েন্টিতে হবে।

আরও পড়ুন: Shahbaz Ahmed: কলকাতার দলে নেই বাংলার ক্রিকেটার! KKR এর বিরুদ্ধে ব্যাট হাতে শাহবাজের জবাব

এশিয়া কাপের জন্য ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), দীপক হুডা, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, আবেশ খান।

স্ট্যান্ড-বাই হিসেবে এশিয়া কাপের দলে আছেন: শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল ও দীপক চাহার।

বন্ধ করুন