বাংলা নিউজ >
ময়দান > ICC Awards: টেস্ট, ওয়ান ডে ও টি-২০, কাদের হাতে উঠল আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার, দেখে নিন সম্পূর্ণ তালিকা
ICC Awards: টেস্ট, ওয়ান ডে ও টি-২০, কাদের হাতে উঠল আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার, দেখে নিন সম্পূর্ণ তালিকা
Updated: 24 Jan 2022, 07:53 PM IST
Abhisake Koley
বর্ষসেরার পুরস্কার জেতা ক্রিকেটারদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। দেখে নিন কাদের হাতে উঠল খেতাব।
1/12বর্ষসেরা ক্রিকেটার: ছেলেদের বিভাগে তিন ফর্ম্যাট মিলিয়ে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন পাকিস্তানের শাহিন আফ্রিদি।2/12বর্ষসেরা মহিলা ক্রিকেটার: মেয়েদের বিভাগে তিন ফর্ম্যাট মিলিয়ে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ওঠে ভারতের স্মৃতি মন্ধনার হাতে।3/12বর্ষসেরা টেস্ট ক্রিকেটার: ছেলেদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার ওঠে ইংল্যান্ড দলনায়ক জো রুটের হাতে।4/12বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার: ছেলেদের বিভাগে বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কার জেতেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম।5/12বর্ষসেরা মহিলা ওয়ান ডে ক্রিকেটার: দক্ষিণ আফ্রিকার লিজেল লি মেয়েদের বিভাগে বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন।6/12বর্যসেরা টি-২০ ক্রিকেটার: ছেলেদের বিভাগে আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকেটার নির্বাচিত হন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান।7/12বর্ষসেরা মহিলা টি-২০ ক্রিকেটার: মেয়েদের বিভাগে বর্ষসেরা টি-২০ ক্রিকেটারের পুরস্কার হাতে তোলেন ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট।8/12বর্ষসেরা উঠতি ক্রিকেটার: ছেলেদের বর্ষসেরা উঠতি ক্রিকেটারের পুরস্কার জেতেন দক্ষিণ আফ্রিকার জানেমন মালান।9/12বর্ষসেরা মহিলা উঠতি ক্রিকেটার: মেয়েদের বিভাগে বর্ষসেরা উঠতি ক্রিকেটারের পুরস্কার জেতেন পাকিস্তানের ফতিমা সানা।10/12বর্ষসেরা অ্যাসোসিয়েট ক্রিকেটার: ছেলেদের বিভাগে সহযোগী দেশগুলির মধ্যে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ওমানের জীশান মাকসুদ।11/12বর্ষসেরা মহিলা অ্যাসোসিয়েট ক্রিকেটার: মেয়েদের ক্রিকেটে সহযোগী দেশগুলির মধ্যে বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জেতেন অস্ট্রিয়ার আন্দ্রেয়া-মায়ে জেপেদা।12/12বর্ষসেরা আম্পায়ার: আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার মরাইস এরাসমাস।অন্য গ্যালারিগুলি