গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট দখল করেন শাহিন আফ্রিদি। সেই সুবাদেই পাকিস্তানের তারকা পেসার টপকে যান ন্যাথন লিয়ঁ ও জেমস অ্যান্ডরসনকে। সামনে রয়েছেন কেবল জসপ্রীত বুমরাহ। ভারতীয় তারকাকে টপকাতে তাঁর দরকার আরও ৫টি উইকেট, যা এই ম্যাচের দ্বিতীয় ইনিংস বা কলম্বোয় সিরিজের দ্বিতীয় টেস্টে সংগ্রহ করে নিতে পারেন শাহিন।
চলতি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন আফ্রিদি। গল টেস্টের আগে তাঁর সংগ্রহে ছিল ৩৭টি উইকেট। প্রথম ইনিংসের ৪টি উইকেটের পরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪১। এক্ষেত্রে আফ্রিদি টপকে যান অজি স্পিনার লিয়ঁ ও ব্রিটিশ পেসার অ্যান্ডারসনকে। লিয়ঁ চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত ৩৯টি উইকেট নিয়েছেন। অ্যান্ডারসন নিয়েছেন ৪০টি উইকেট।
আরও পড়ুন:- SL vs PAK: অপ্রতিরোধ্য আফ্রিদি, শ্রীলঙ্কাকে সস্তায় বেঁধেও স্বস্তিতে নেই পাকিস্তান
তালিকার শীর্ষে রয়েছেন জসপ্রীত বুমরাহ। ভারতীয় তারকা চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত ৪৫টি উইকেট সংগ্রহ করেছেন। সুতরাং, বুমরাহকে ছুঁয়ে ফেলতে আফ্রিদির দরকার আরও ৪টি উইকেট। জসপ্রীতকে টপকাতে শাহিনের প্রয়োজন ৫টি উইকেট।
আরও পড়ুন:- SL vs PAK: কিংবদন্তি আব্দুল কাদিরকে টপকে দু'নম্বরে ইয়াসির, সামনে শুধু কানেরিয়া
চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ উইকেটশিকারিরা:-
১. জসপ্রীত বুমরাহ (ভারত): ৪৫
২. শাহিন আফ্রিদি (পাকিস্তান): ৪১
৩. জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড): ৪০
৪. ন্যাথন লিয়ঁ (অস্ট্রেলিয়া): ৩৯
৫. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া): ৩৫
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।