বাংলা নিউজ > ময়দান > Afridi attacks PM Modi: মোদী শুধু পাকিস্তানের ক্ষতিই করে যাচ্ছেন, আগে তো এরকম হত না, আক্রমণ আফ্রিদির

Afridi attacks PM Modi: মোদী শুধু পাকিস্তানের ক্ষতিই করে যাচ্ছেন, আগে তো এরকম হত না, আক্রমণ আফ্রিদির

শাহিদ আফ্রিদি। (ফাইল ছবি, সৌজন্যে পাকিস্তান সুপার লিগ)

শাহিদ আফ্রিদি বলেন, ‘যখন থেকে (নরেন্দ্র) মোদী ক্ষমতায় এসেছেন, তখন থেকে পাকিস্তানের পক্ষে উনি কোনও কাজ করবেন বলে আশা করা যায় না। পাকিস্তানের ভালো হবে, এমন কিছু করবেন বলে আশা করতে পারি না। সেটাই হল সহজ বিষয়। ইতিহাস ঘাঁটলেই সেটা বুঝবেন।’

এশিয়া কাপ কি হাতছাড়া হয়ে যাবে পাকিস্তানের? সেই জল্পনার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুমুল আক্রমণ শানালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তাঁর দাবি, নিজের আমলে পাকিস্তানের পক্ষে মোদী ভালো কোনও কাজ করবেন, সেটা কোনওভাবেই আশা করা যায় না। যখন থেকে ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন মোদী, তখন থেকেই পাকিস্তানের ক্ষতি করছেন বলে অভিযোগ করেন আফ্রিদি।

পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন নিয়ে (এবার পাকিস্তানে ৫০ ওভারের এশিয়া কাপ হওয়ার কথা আছে, কিন্তু ভারত নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায়, ফলে আদৌও পাকিস্তানে এশিয়া কাপ হবে কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে) যে জট তৈরি হয়েছে, তা নিয়ে সামা টিভিতে আফ্রিদিকে একটি প্রশ্ন করা হয়েছিল। ওই পাকিস্তানি সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়, এখন এশিয়া কাপ নিয়ে টানাপোড়েন চলছে। পরবর্তীতে যে টুর্নামেন্ট হবে (আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি), তা নিয়েও এরকম টানাপোড়েন হতে পারে। ভারতের সামনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে বলেও দাবি করা হয়।

আরও পড়ুন: Asia Cup: এশিয়া কাপ বাতিল করার কোনও সিদ্ধান্তই এখনও নেয়নি ACC- সূত্র

সেই সংক্রান্ত বিষয়েই সামা টিভিতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আফ্রিদি বলেন, ‘যখন থেকে মোদী ক্ষমতায় এসেছেন, তখন থেকে পাকিস্তানের পক্ষে উনি কোনও কাজ করবেন বলে আশা করা যায় না। পাকিস্তানের ভালো হবে, এমন কিছু করবেন বলে আশা করতে পারি না। সেটাই হল সহজ বিষয়। ইতিহাস ঘাঁটলেই সেটা বুঝবেন।’ 

ওই সংবাদমাধ্যমে ৪৬ বছরের আফ্রিদি আরও বলেন, ‘আগে ভারতে যখন বিজেপি সরকার ক্ষমতায় ছিল, (তখন ভালো সম্পর্ক ছিল।) আগেকার প্রধানমন্ত্রীদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল। আমি শুধুমাত্র মোদীর কথা বলছি। ওঁনার থেকে আমার ছিটেফোঁটা আশা নেই। উনি শুধু আমাদের ক্ষতি করেন। আমাদের (পাকিস্তানের) পক্ষে উনি কিছু করবেন বলে আমি আশা করি না।’

আরও পড়ুন: Asia Cup 2023: 'মরণ এলে কেউ আটকাতে পারবে না', পাকিস্তানে রোহিতদের খেলতে না চাওয়া নিয়ে গা জোয়ারি মন্তব্য মিয়াঁদাদের

তবে এই প্রথম মোদীকে আক্রমণ শানালেন না আফ্রিদি। গত মার্চেই মোদীতে কিছুটা আর্জির সুরেই মোদীকে নিশানা করেছিলেন। দোহায় লেজেন্ডস লিগ ক্রিকেটের ফাঁকেই আফ্রিদি বলেছিলেন, 'দুই দেশের মধ্যে যাতে ক্রিকেট হয়, সেজন্য মোদী সাহেবকে অনুরোধ করছি। নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ প্রকাশ করছে, তাতে বলতে পারি যে সম্প্রতি এখানে একাধিক আন্তর্জাতিক দল খেলতে আসছে।'

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন