লিখতে চেয়েছিলেন, দলের সঙ্গ ত্যাগ করলেন শন টেট। তবে যা লিখলেন, তা পড়ে মনে হল, শন টেট বুঝি মারাই গেলেন। ঘটনায় 'অভিযুক্ত' পাক পেসার শাহনাওয়াজ দহানি। টুইটারে বেশ সক্রিয় তিনি। তবে মাঝে মাঝেই 'ভুল' ইংরেজির জন্য নেটিজেনদের কাছে ট্রোল হয়ে থাকেন শাহনাওয়াজ। এই আবহে শন টেটের অস্ট্রেলিয়া যাত্রাকে তাঁর 'মৃত্যু'তেই পরিণত করে ফেলেন তিনি। যা নিয়ে ক্রিকেটপ্রেমীদের ক্ষোভের শিকার হয়েছেন এই পাক পেসার। প্রসঙ্গত, আগামী মাসে পাকিস্তান ক্রিকেট সংস্থার সঙ্গে শন টেটের চুক্তি শেষ হচ্ছে। পাক সংবাদমাধ্যম জিও টিভির রিপোর্ট অনুযায়ী, তিনি হয়ত আর পাকিস্তানের দলের সঙ্গে চুক্তি নবীকরণ করবেন না।
আজ একটি টুইট করে শন টেটের সঙ্গে নিজের চারটি ছবি পোস্ট করেন শাহনাওয়াজ। ক্যাপশনে তিনি লেখেন, 'এক বন্ধু যে অনেক আনন্দ নিয়ে এসেছিলেন, গতকাল চোখের জলে আমাদের ছেড়ে চলে গেলেন।' পরে নেটিজেনদের তোপের মুখে দহানি সেই পোস্টটিকে রিটুইট করে ক্যাপশনে লেখেন, 'আরে ভাই পাকিস্তানের দল ছেড়ে গিয়েছেন।' তবে তাঁর এই টুইটকে অনেকেই 'অসংবেদনশীল' আখ্যা দিয়েছেন। এদিকে শন টেট নিজে শাহনাওয়াজের টুইটের জবাবে লেখেন, 'তোমাদের সবাইকে খুব মিস করব।' তিনি শাহনাওয়াজের সঙ্গে একটি সেলফিও টুইট করেন।
এদিকে বিদায়ের আগে সাংবাদিকদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে বিতর্কে জড়িয়েছিলেন টেট নিজে। পাকিস্তান-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ চলাকালীন পাকিস্তানি বোলারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে চটে গিয়েছিলেন টেট। একজন সাংবাদিক টেটকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি এই মরশুমে পাকিস্তানের ফাস্ট বোলারদের পারফরম্যান্সকে কী ভাবে দেখছেন? সাংবাদিক জিজ্ঞাসা করেন, ‘পাঁচটি টেস্ট ম্যাচে পাকিস্তানি ফাস্ট বোলারদের খারাপ পারফরম্যান্স এবং স্পিনারদের অসামঞ্জস্যপূর্ণ পারফরম্যান্স। আপনি কীভাবে এই হোম সিজনে সামগ্রিক পারফরম্যান্সকে মুল্যায়ন করবেন।’ টেট এই প্রশ্নের উত্তরে কেবল বলেন, ‘এটি আপনার মতামত।’
পরবর্তীতে আরেক সাংবাদিক টেটকে জিজ্ঞাসা করেন, ‘এটা সমগ্র পাকিস্তান জাতির মতামত। তাদের ধারণা পাকিস্তানের ফাস্ট বোলাররা ভালো বোলিং করেনি। তবে আমি আপনাকে জিজ্ঞাসা করছি, পাকিস্তানের বোলিং কোচ হিসেবে আপনি কি আপনার পারফরম্যান্সে সন্তুষ্ট?’ সাংবাদিকের প্রশ্নের উত্তরে শন টেট বলেন, ‘আপনি প্রশ্ন করার আগেই এটার উত্তর দিয়েছেন। এটা আপনার মতামত। আপনি বলছেন পারফরম্যান্স খারাপ হয়েছে। ঠিক আছে, এটা আপনার মতামত, আমি তাতে কি বলব?’ এর পরে কিছুটা রেগে যান অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার। এরপর সাংবাদিকরা তাঁকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেন। সাংবাদিকরা টেটকে প্রশ্ন করেন, ‘প্রশ্ন হল আপনি কি পাকিস্তানের বোলিং কোচ হিসাবে আপনার পারফরম্যান্সে সন্তুষ্ট?’ যার উত্তরে টেট বলেন, ‘হ্যাঁ আমি সন্তুষ্ট।’ টেট এই উত্তর দিয়েই নিজের সংবাদ সম্মেলন শেষ করেন। এদিকে সেই টেস্ট সিরিজে হার হয় পাকিস্তানের। এরপর ওডিআই সিরিজেও ২-১ ব্যবধানে হেরে যান বাবররা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।