বাংলা নিউজ > ময়দান > টেস্টে বাংলাদেশের নতুন অধিনায়ক শাকিব, সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন লিটন

টেস্টে বাংলাদেশের নতুন অধিনায়ক শাকিব, সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন লিটন

শাকিব আল হাসান। ছবি- টুইটার।

এর আগে বাংলাদেশকে ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন শাকিব।

শুভব্রত মুখার্জি

মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশ সিনিয়র দলের টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন মোমিনুল হক। অধিনায়ক হিসেবে ধারাবাহিক ব্যর্থতার পাশাপাশি ব্যাট হাতে রান না পাওয়ায়, বেশ চাপেই ছিলেন মোমিনুল। মোমিনুলের অধিনায়কত্ব ছাড়ার পরবর্তীতে টাইগারদের অলরাউন্ডার শাকিব আল হাসানের কাঁধেই ফের তুলে দেওয়া হল অধিনায়কের ভার। পাশাপাশি তাঁর ডেপুটি নির্বাচিত হলেন লিটন দাস।

বৃহস্পতিবার বাংলাদেশ টেস্ট দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফে। মিরপুরে শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয় পরিচালনা পর্ষদের সভাতে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে টেস্ট দলের অধিনায়ক হিসেবে শাকিব আল হাসানের নাম ঘোষণা করা হল। 

প্রসঙ্গত, দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে হারের পর টেস্টের অধিনায়ত্ব ছেড়েছিলেন মোমিনুল হক। শাকিবকে টেস্ট দলের নেতৃত্ব দেওয়ার মানে দাঁড়াল টাইগারদের তিন ফর্ম্যাটে তিন অধিনায়কই দায়িত্বে থাকবেন। টি-২০ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ানডেতে অধিনায়ক তামিম ইকবাল এবং টেস্টে দায়িত্বে রয়েছেন শাকিব আল হাসান।

উল্লেখ্য, টেস্টে অধিনায়কত্ব করা শাকিবের কাছে নতুন কিছু নয়। আইসিসির দ্বারা বহিষ্কৃত হওয়ার কারণে ২০১৯ সালের অক্টোবরে শাকিবের পরিবর্তে মোমিনুলকে টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল। এর আগে দুই মেয়াদে ১৪টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ১৪ ম্যাচের তিনটিতে বাংলাদেশ জেতে আর হেরেছে ১১টিতে। উইন্ডিজ সফর থেকেই টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে নয়া সফর শুরু হবে শাকিবের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

চার হজম করে রাতে ঘুমতেই পারলেন না- বাবরের প্রশংসা করে প্রশ্নের মুখে দাহানি Hrithik-Saba: হৃতিকের পাশে দাঁড়িয়ে গণেশ বিসর্জনের সময় আরতি করলেন সাবা! কপাল খারাপ কাকে বলে…নিজের দোষেই রানআউট যশ দুবে! উপস্থিত বুদ্ধি দেখালেন মুলানি… টলিউডেও সন্দীপ ঘোষের মতো অপরাধীরা ঘুরছে…! ধরনা মঞ্চ থেকে সুর চড়ালেন দেবলীনা এবারের ভাদ্র পূর্ণিমায় চন্দ্রগ্রহণ! দেখে নিন তিথি, সময়কাল রোজ সকাল ৫টায় চা নিয়ে আসেন ডাক্তারের ধর্নাস্থলে, চিনে নিন কেষ্টপুরের দাদা-বউদিকে 'ম্যাডাম' মমতার ডাকে সাড়া, শনির পর আজও কালীঘাটে বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তররা মার্সিডিজ-BMWর রেষারিষি! দুই গাড়ির ধাক্কা Wagon R-এ, দুর্ঘটনা মুম্বইতে সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা, ঝুলে গেল উচ্চ প্রাথমিকে ১৪ হাজার নিয়োগ প্রক্রিয়া যে রাহুল গান্ধীর জিভ কেটে নিতে পারবে তাকেই ১১ লাখ দেব, ঘোষণা বিধায়কের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.