বাংলা নিউজ > ময়দান > পছন্দের তিনে নয়, T20 বিশ্বকাপে চার নম্বরে ব্যাট করবেন শাকিব, ইঙ্গিত বাংলাদেশের

পছন্দের তিনে নয়, T20 বিশ্বকাপে চার নম্বরে ব্যাট করবেন শাকিব, ইঙ্গিত বাংলাদেশের

শাকিব আল হাসান।

ক্যারিবিয়ন প্রিমিয়র লিগের ম্যাচ থাকায় আমিরশাহির বিরুদ্ধে খেলতে পারেননি শাকিব। তিনি এই ত্রিদেশীয় সিরিজে দলের সঙ্গে সরাসরি যোগ দেবেন। লিটন দাস যদি সাব্বির রহমানের সঙ্গে ইনিংস ওপেন করেন সেক্ষেত্রে তিনে নামতে পারেন সৌম্য সরকার অথবা নাজমুল হোসেন।

শুভব্রত মুখার্জি: অস্ট্রেলিয়াতে টি-২০ বিশ্বকাপের আসর বসতে বাকি রয়েছে আর মাত্র কয়েকটা দিন। মূলপর্বে সুযোগ পাওয়া সব দলের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। ব্যাটিং লাইনআপ, বোলিং লাইনআপ নিয়েও সব দলের পরিকল্পনা প্রায় চূড়ান্ত। সংক্ষিপ্ত ফর্ম্যাটে যথেষ্ট শক্তিশালী দল বাংলাদেশ। বিশ্বকাপে তারা খেলবেন তাদের স্টার ক্রিকেটার শাকিব আল হাসানের নেতৃত্বে। আগামী বিশ্বকাপে এবার শাকিব কোন পজিশনে ব্যাট করবেন সেই বিষয়টা নিয়েই যেন একটা ইঙ্গিত দিয়ে রাখলেন জাতীয় নির্বাচক হাবিবুল বাশার। তার কথা অনুযায়ী স্টার অলরাউন্ডার সম্ভবত চারে ব্যাট করবেন দলের হয়ে।

প্রসঙ্গত শাকিবের পছন্দের ব্যাটিং পজিশনে তিন নম্বর। তবে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত এবং দলের স্বার্থের কথা মাথায় রেখে তিনি সম্ভবত চারে ব্যাট করবেন বিশ্বকাপে। টি -২০ ফর্ম্যাটে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ এখনও নির্দিষ্ট নয়। টি-২০ বিশ্বকাপের আগে তারা একটি ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলবে। যেখানে থাকবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড দলও। এটাই বাংলাদেশের কাছে বিশ্বকাপের আগে শেষ সুযোগ নিজেদের ব্যাটিং অর্ডার চূড়ান্ত করে ফেলার।

ক্যারিবিয়ন প্রিমিয়র লিগের ম্যাচ থাকায় আমিরশাহির বিরুদ্ধে খেলতে পারেননি শাকিব। তিনি এই ত্রিদেশীয় সিরিজে দলের সঙ্গে সরাসরি যোগ দেবেন। লিটন দাস যদি সাব্বির রহমানের সঙ্গে ইনিংস ওপেন করেন সেক্ষেত্রে তিনে নামতে পারেন সৌম্য সরকার অথবা নাজমুল হোসেন। সেক্ষেত্রে পাঁচে ব্যাট করবেন আফিফ হোসেন। তারপর নামবেন ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন এবং নুরুল হাসান। উল্লেখ্য তিন নম্বরে শাকিব ৪০ টি ম্যাচ খেলে করেছেন ১০৩৪ রান। গড় ২৮.৭২। স্ট্রাইক রেট ১২২.৩৬। নিষেধাজ্ঞার পরে ফিরে এসে শাকিব ২৫ ম্যাচ খেলে করেছেন ৪৭৮ রান। স্ট্রাইক রেট ১১১.৬৮। সিপিএলে সদ্য চার নম্বরে ব্যাট করে একটি অর্ধশতরানও করেছেন শাকিব। টিম ম্যানেজমেন্টের ধারণা এই চার নম্বর শাকিবের জন্য একদম ঠিক জায়গা এবং তার যা অভিজ্ঞতা রয়েছে তাতে করে তিনি মিডল অর্ডার ব্যাটিংকে সঠিক পথে চালিত করতে পারবেন।

হাবিবুল বাশার ক্রিকবাজকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন 'আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি (শাকিব তিনে না চারে ব্যাট করবেন)। সিপিএলেও চারে ব্যাট করেছে এবং ভার পারফরম্যান্স করেছে। আমি মনে করি অস্ট্রেলিয়ার উইকেটের জন্য প্রয়োজনীয় পরিবর্তনও ওর ব্যাটিংয়ে করে নেবে। এরকম ব্যাপার নয় যে শাকিবের বিষয়টি নিয়ে (৩ নম্বরে ব্যাট করা নিয়ে) জেদ রয়েছে। বিষয়টি নিয়েও খুব সহায়কপূর্ণ মনোভাব দেখিয়েছে। তিন হোক বা চার ওর ব্যাট করতে কোনও সমস্যা নেই। আমাদের এই বিষয়টি নিয়ে ওর সঙ্গে কথাও হয়েছে। যে কোনও জায়গায় ব্যাট করতেও প্রস্তুত। অনেকেই মনে করেন তিনে ছাড়া ও ব্যাট করবে না। তবে ও এমন মানসিকতার ছেলেই নয়। অস্ট্রেলিয়াতে আমি মনে করি ও চারে ব্যাট করবে। অন্য কেউ ব্যাট করবে তিনে। আমি মনে করি আমাদের ৫, ৬ বা ৭ নম্বরে কারা ব্যাট করবে তা স্থির হয়ে গিয়েছে আগেই।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

টাকা খেয়ে টেলিকম পলিসি বদলেছে সরকার, বিস্ফোরক মিম প্রধান ‘যখন আমি ডানা নিয়ে জন্মেছি, তখন হামাগুড়ি কেন দেব!’ কী বার্তা দিতে চাইলেন পিঙ্কি শীঘ্রই নক্ষত্র পরিবর্তন করবে শনি, ৪ রাশির বদলাবে সময়, কাজে আসবে গতি চাকরির আশায় ফের পরাগকে বিয়ে শিমুলের! কার কাছে কইয়ের গল্পে বিরক্ত দর্শক Summer Hair Care: বিকট চুলকোচ্ছে মাথা! চুলকানি কমাবে এই ঘরোয়া উপায়গুলো প্রচারে বেরিয়ে ইসকন মন্দিরে কীর্তনে অংশ নিলেন অভিজিৎ গাঙ্গুলি, বাজালেন খঞ্জনিও নিতম্বের খাঁজ দেখিয়ে ছবি পোস্ট অভয়ের! ‘ক্যামেরা গর্ভবতী হয়ে যাবে’, বললেন নেটিজেন পাকিস্তানে ঝাঁপ বন্ধ করল চিনের সংস্থা, ২০০০জনকে ছাঁটাই, জঙ্গি হামলার জের! পুলকিতের মাকে শ্রদ্ধা জানিয়ে বিয়েতে গোলাপি লেহেঙ্গায় কৃতি! নেপথ্যে বিশেষ কারণ সকালে নুন জল পান করলে কী হয়? কোন ভয়াবহ তথ্য দিলেন বিশেষজ্ঞরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.