শুভব্রত মুখার্জি: বাংলাদেশ তথা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার শাকিব আল হাসান। টাইগারদের ক্রিকেটের 'পোস্টার বয়' তিনি। বাংলাদেশে এই মুহূর্তে চলছে বাংলাদেশ প্রিমিয়র লিগ। আর সেই লিগ চলাকালীন হঠাৎ করেই দেশ ছেড়ে ওমরাহ করতে যান তিনি। প্রশ্ন উঠে যায়, তাঁর দলের প্রতি নিষ্ঠা নিয়ে। অনেকেই প্রশ্ন তোলেন, নিজে ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হয়ে কী ভাবে এমন দায়িত্বজ্ঞানহীনের মতন কাজ করতে পারলেন তিনি। তবে এ বার সব বিতর্ককে পিছনে ফেলে দেশে ফিরেছেন শাকিব। ওমরাহ শেষ করেই বাংলাদেশে ফিরে এসেছেন টাইগারদের সেরা অলরাউন্ডার।
আরও পড়ুন: রাহুল না শুভমন- কে হবে রোহিতের ওপেনিং জুটি? ঘরের ছেলেকে পছন্দ ভাজ্জির
প্রসঙ্গত বিপিএল অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়র লিগের খেলা চলাকালীন সৌদি আরব চলে গিয়েছিলেন শাকিব। সৌদি আরব হঠাৎ করে যাওয়ার পিছনে কারণ ছিল, ওমরাহ করা। আর তা শেষ করেই শাকিব আল হাসান দেশে ফিরেছেন। তবে এই হটকারিতার জন্য তাঁকে সমালোচনাও শুনতে হয়েছে বিস্তর। এত বড় একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন উঠে যায়। উল্লেখ্য, চলতি বিপিএলে ফরচুন বরিশালের নেতৃত্ব দিচ্ছেন শাকিব।
আরও পড়ুন: টেস্টে দ্বিশতরান করতে চন্দ্রপলের লেগেছিল ১৩৬ ইনিংস, ছেলে ৫ ইনিংসেই বাজিমাত করলেন
বিপিএল চলাকালীন শাকিব চলে যান সৌদি আরব। যেখানে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁর, সেখানে তিনিই চলে যান ওমরাহ করতে। তবে ওমরাহ শেষে সোমবার দেশে ফিরেছেন তিনি। সৌদি আরব থেকে তাঁর বাংলাদেশ ফেরার বিষয়টি নিয়ে তাঁকে সাহায্য করেছেন ওয়াসিম খান। উল্লেখ্য, তিনি দেশি-বিদেশি ক্রিকেটারদের লজিস্টিকস সার্পোট দিয়ে থাকেন। আগামীকাল নিজেদের পরের ম্যাচে কুমিল্লার বিপক্ষে ম্যাচে মাঠে নামবে শাকিব আল হাসানের ফরচুন বরিশাল। দেশে ফিরেই ম্যাচে দলকে নেতৃত্ব দিতে মাঠে নামার কথা রয়েছে শাকিবের।
বিপিএলে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে শাকিবের দল। পাশাপাশি পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে বরিশাল। শাকিব স্বয়ং ব্যাট হাতে ৩৪৭ রান করার পাশাপাশি বল হাতে ৬ উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।