বাংলা নিউজ > ময়দান > ‘#ShameonBCCI’, কোহলির ODI নেতৃত্ব যেতেই বিরাট ভক্তদের রোষের মুখে সৌরভ

‘#ShameonBCCI’, কোহলির ODI নেতৃত্ব যেতেই বিরাট ভক্তদের রোষের মুখে সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায়কে গ্রেগ চ্যাপেল নিয়ে তোপ দেগেছেন বিরাটের ভক্তরা। (ফাইল সৌজন্য পিটিআই এবং টুইটার)

সৌরভের সঙ্গে গ্রেপ চ্যাপেলের ছবি পোস্ট করে এক নেটিজেন লিখেছেন, ‘চ্যাপেলই যোগ্য দাদার জন্য।'

‘শেম অন বিসিসিআই’ (‘ShameonBCCI’)। একদিনের ক্রিকেটে বিরাট কোহলির নেতৃত্ব যেতেই ভারতের টেস্ট দলের অধিনায়কের সমর্থকদের রোষের মুখ পড়ল ভারতীয় ক্রিকেট বোর্ড। ব্যক্তিগতভাবে বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কেও তোপ দেগেছেন বিরাটের ভক্তরা।

বুধবার  সন্ধ্যায় এক বাক্যের বিবৃতি জারি করে একদিনের ক্রিকেটে রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে বিসিসিআই। তাতে বিরাটের নামও করা হয়নি। পৃথকভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের জন্য দল ঘোষণার বিবৃতির নীচে এক বাক্যে জানানো হয়েছে, আগামিদিনে একদিন এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের অধিনায়ক হচ্ছেন রোহিত।  শুধু তাই নয়, এখনও পর্যন্ত বিসিসিআইয়ের টুইটার অ্যাকাউন্টে বিরাটের নামে কোনও টুইট ভেসে আসেনি। 

তাতেই ক্ষিপ্ত হয়েছেন বিরাটের ভক্তরা। তাঁদের বক্তব্য, একদিনের ক্রিকেটের অধিনায়ক হিসেবে বিরাটের পরিসংখ্যান অসামান্য। ৫০ বা তার বেশি একদিনের ম্যাচে দেশকে যাঁরা নেতৃত্ব দিয়েছেন, তাঁদের মধ্যে বিরাটের থেকে জয়ের হার বেশি মাত্র তিনজন অধিনায়কের।বিরাট ৯৫ টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন ৬৫ টি ম্যাচে। জয়ের হার ৭০.৪৩ শতাংশ। সেইসঙ্গে ৫০ বা তার বেশি একদিনের ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে ব্যাট হাতে সবথেকে বেশি গড় বিরাটের (৭২.৬৫)। তাঁদের অভিযোগ, বিসিসিআইয়ের লবিবাজির জন্য বিরাটকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এক নেটিজেন বলেন, 'যে ক্রিকেটার পাঁচ বছরের বেশি অধিনায়ক ছিলেন, তাঁর জন্য কোনও সাংবাদিক বৈঠক হল না। ঠিকভাবে কোনও তথ্য দেওয়া হল না। ধন্যবাদ জানিয়ে কোনও পোস্ট করা হল না। বিসিসিআই, এভাবেই কি এই প্রজন্মের শ্রেষ্ঠ ক্রিকেটারের সঙ্গে ব্যবহার করা উচিত? বিশ্ব ক্রিকেটের ধনীতম বোর্ড মানবিকতার দিক থেকে পুরোপুরি নিঃস্ব।' একইসুরে এক নেটিজেন বলেন, 'বিশ্বের সকলে বিরাটের প্রশংসা করেন। আর বিসিসিআই একটা ধন্যবাদও জানাতে পারল না।'

শুধু ভারতীয় ক্রিকেট বোর্ড, বিরাটের ভক্তদের তোপের মুখে পড়েছেন সৌরভও। প্রাক্তন ভারতীয় অধিনায়কের সঙ্গে গ্রেপ চ্যাপেলের ছবি পোস্ট করে এক নেটিজেন লিখেছেন, ‘চ্যাপেলই যোগ্য দাদার জন্য। এটাই টুইট।’ অনেকেই অভিযোগ করেন, সৌরভ এবং বিসিসিআই সচিব জয় শাহ মিলে ভারতীয় ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.