বাংলা নিউজ > ময়দান > Shane Warne on Ukraine War: ‘অন্যায় হামলা’, মৃত্যুর আগে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সমালোচনায় সরব হন ওয়ার্ন

Shane Warne on Ukraine War: ‘অন্যায় হামলা’, মৃত্যুর আগে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সমালোচনায় সরব হন ওয়ার্ন

শেন ওয়ার্ন (ফাইল ছবি) (Action Images)

মৃত্যুর কয়েকদিন আগেই টুইট করে রাশিয়ার সমালোচনায় সরব হয়েছিলেন ওয়ার্ন। কী বলেছিলেন কিংবদন্তি…

বিগত দশদিন ধরে গোটা বিশ্বের নজর ইউক্রেনের দিকে। রাশিয়া যবে থেকে ইউক্রেনের উপর হামলা চালিয়েছে, তবে থেকে বিশ্বের সিংহভাগ মানুষ রুশ আগ্রাসনের সমালোচনায় সরব হয়েছে। রাশিয়ার বহু মানুষও রাস্তায় নেমে এই যুদ্ধের বিরোধিতা করেছে। এই হামলার প্রভাব খেলার জগতেও পড়েছে। ফিফা, অলিম্পিক অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংঘঠন রাশিয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে। একাধিক খেলোয়াড়ও রাশিয়ার এই আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়েছেন। এদের মধ্যে অন্যতম ছিলেন স্পিন জাদুকর শেন ওয়ার্ন। মৃত্যুর কয়েকদিন আগেই টুইট করে রাশিয়ার সমালোচনায় সরব হয়েছিলেন ওয়ার্ন।

২৬ ফেব্রুয়ারিতে করা এক টুইটে শেন ওয়ার্ন লিখেছিলেন, ‘পুরো বিশ্ব ইউক্রেনের জনগণের সাথে রয়েছে কারণ তারা রাশিয়ান সামরিক বাহিনীর দ্বারা একটি অন্যায় এবং অযৌক্তিক আক্রমণের শিকার হয়েছে। যুদ্ধের এই চিত্র ভয়ঙ্কর এবং আমি বিশ্বাস করতে পারি না যে এটি বন্ধ করার জন্য আরও কিছু করা হচ্ছে না। আমার ইউক্রেনিয়ান সাথী @jksheva7 (ফুটবল ম্যানেজার অ্যান্ড্রু শেভচেঙ্কে) এবং তাঁর পরিবারকে প্রচুর ভালবাসা পাঠানো হচ্ছে।’

উল্লেখ্য, গত সন্ধ্যায় আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শেন ওয়ার্নের। ৫২ বছর বয়সি শেন ওয়ার্নের সংস্থার তরফে কিংবদন্তি অজি লেগ স্পিনারের মৃত্যুর খবর জানানো হয়। সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ওয়ার্ন। মৃত্যুকালে তিনি থাইল্যান্ডে ছিলেন বলে খবর। ওয়ার্নের এজেন্সির তরফে এক বিবৃতিতে বলা হয়, ‘শেন ওয়ার্নকে উনার বাংলোয় নিষ্প্রাণ অবস্থায় পাওয়া যায়। মেডিকেল দল নিজেদের পুরো চেষ্টা করেও তাঁকে আর ফেরাতে পারেনি। উনার পরিবার এই সময় একা থাকতে চায় এবং সময়মতো এই বিষয়ে বাকি তথ্য দেওয়া হবে।’

বন্ধ করুন