শুভব্রত মুখার্জি
পাকিস্তান ক্রিকেটে বেটিংয়ের সমস্যা এক দীর্ঘকালীন সমস্যা। বেটিংয়ের কালো ছায়া প্রায় ২-৩ দশক ধরে বর্তমান। ৯০-এর গোড়ার দিকে পাকিস্তান ক্রিকেটে বেটিংয়ের প্রথম উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছিল। ১৯৯৪ সালে পাকিস্তান সফরে এসেছিল অস্ট্রেলিয়া। সেখানেই অজি দলকে বেটিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। পিচ, আবহাওয়া সম্বন্ধে সেবার তথ্য বুকিদের কাছে পয়সার বিনিময়ে তুলে দিয়েছিলেন পাকিস্তানের ব্যাটার সেলিম মালিক। এবার তাঁর বিরুদ্ধে আরও বড়সড় অভিযোগ আনলেন শেন ওয়ার্ন। বড় অঙ্কের টাকার বিনিময়ে করাচি টেস্টে ওয়ার্নকে খারাপ বোলিং করার অফার দিয়েছিলেন মালিক।
১৯৯৪ করাচি টেস্টে ওয়ার্ন এবং টিম মে'কে খারাপ বোলিং করার জন্য ২,৭৬,০০০ অস্ট্রেলিয়ান ডলার টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। ওয়ার্ন জানান, 'আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে, পাকিস্তানকে আমরা সহজেই হারাতে পারব। আমি দরজাতে সেই সময় টোকা দিই। অন্যপ্রান্ত থেকে উত্তর দেন মালিক। আমি ঘরে বসে পড়ি। আমাকে ও (মালিক) বলে ভালো ম্যাচ খেলেছ। চালিয়ে যাও। আমি উত্তরে জানাই আশা করি কাল আমরা জিতব।'
ওয়ার্ন আরও যোগ করেন, 'আমি আরও বলি এই জায়গা থেকে আমরা হারতে পারি না। মালিক আমাকে জানায় নিজেদের দেশে আমরা হারলে তুমি জানো না কি হবে। আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। পরিবারের সদস্যদের বাড়ি ঘরও জ্বালিয়ে দেওয়া হবে।'
তারপরেই মালিক ওয়ার্নকে বেটিংয়ের প্রস্তাব দেন। সেই প্রস্তাব খারিজ করে দিয়ে ওয়ার্ন জানিয়ে দেন, ‘কাল আমরা জিতছিই।’ উল্লেখ্য, করাচি টেস্টের শেষ দিন ম্যাচ জিততে অজিদের দরকার ছিল ৭ উইকেট। সেইসময় বার্ষিক ২৫-৩০ হাজার অস্ট্রেলিয়ান ডলার ছিল ওয়ার্নের বার্ষিক চুক্তি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।