শুভব্রত মুখার্জি: মাত্র কয়েকদিন আগের ঘটনা থাইল্যান্ডের কো সামুই দ্বীপে বন্ধুবান্ধবের সঙ্গে ছুটি কাটানোর সময় হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুর কোলে ঢলে পড়েন কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। বলা ভাল গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিয়ে অকালপ্রয়াণ ঘটেছিল অস্ট্রেলিয়ার লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নের। বুধবার ৩০ মার্চ কোটি কোটি মানুষের ভালবাসা, শ্রদ্ধাকে পাথেয় করে ওয়ার্নের শেষকৃত্য সম্পন্ন হল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। তাঁকে চিরবিদায় জানাতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না তাঁর কন্যা সামার ওয়ার্ন।
ওয়ার্নের এককালের জাতীয় দলের সতীর্থ, প্রতিপক্ষ থেকে শুরু করে একাধিক রথী-মহারথীর সম্মেলন ঘটেছিল আজ মেলবোর্নে। অস্ট্রেলিয়ার বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড জুড়ে আজ ছিল শোকের ছায়া। মাঠে ওয়ার্নের নামে একটি স্ট্যান্ডের উদ্বোধনও করা হয়। ওয়ার্নের সন্তানরাই 'শেন ওয়ার্ন স্ট্যান্ড'র উদ্বোধন করেন। এমজিসিতে আয়োজিত ওয়ার্নের স্মরণসভায় উপস্থিত ছিলেন ব্রায়ান লারা, নাসের হুসেন, অ্যালান বর্ডার, সচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তিরা।
বুধবার অনুষ্ঠানের গোটাটাই সম্প্রচারিত হয় টিভিতে। অনুষ্ঠানে বাবা কিথ ওয়ার্ন বলেন 'শেন গর্ব করে বলত আমি ধূমপান করেছি, সুরা পান করেছি আর অল্পবিস্তর ক্রিকেট খেলেছি। তোমার মা এবং আমি তোমাকে ছাড়া জীবনের কথা ভাবতেই পারছি না। আমাদের জন্য তুমি যা যা করেছ সবকিছুর জন্য ধন্যবাদ।' ওয়ার্নের তিন সন্তান ব্রুক, জ্যাকসন এবং সামার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত ১৯৬৯ সালের ১৩ সেপ্টেম্বর মেলবোর্নে জন্মগ্রহণ করেছিলেন ওয়ার্ন। ১৯৯২ সালে টেস্টে অভিষেকের পর থেকে নিয়েছেন ৭০৮টি উইকেট। ক্যারিয়ারের প্রথম ও একমাত্র হ্যাটট্রিক করেছেন মেলবোর্নে। এই মাঠেই ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রসকে আউট করে টেস্টে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন। ফলে শেষবেলাতে এমজিসি ধরে রাখল ওয়ার্নের স্মৃতি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।