বাংলা নিউজ > ময়দান > ‘ওয়ার্নের বন্ধু হলে অজিরা স্লেজ করত না’, স্মৃতিচারণায় গোপন তথ্য ফাঁস কুম্বলের

‘ওয়ার্নের বন্ধু হলে অজিরা স্লেজ করত না’, স্মৃতিচারণায় গোপন তথ্য ফাঁস কুম্বলের

‘ওয়ার্নের বন্ধু হলে অজিরা স্লেজ করত না’, স্মৃতিচারণায় গোপন তথ্য ফাঁস কুম্বলের (ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

ওয়ার্নকে স্মরণ করতে গিয়ে অজি দলের গোপন তথ্য ফাঁস করলেন কুম্বলে।

আচমকাই ক্রিকেট বিশ্বকে স্তম্ভিত করে বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। ওয়ার্নের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ক্রিকেট বিশ্ব। বন্ধু ওয়ার্নের স্মৃতিচারণায় অনেক ক্রিকেটারই পুরোনো ঘটনার স্মৃতিচারণা করেছেন। তেমনই ওয়ার্নকে স্মরণ করতে গিয়ে অজি দলের অলিখিত গোপন তথ্য ফাঁস করলেন কুম্বলে।

কুম্বলে বলেন, ‘শেন ওয়ার্ন এত মহান ছিলেন কারণ তিনি ভারতের বিরুদ্ধে ভালো করতে চাইতেন এবং ভালো করেওছেন। ১৯৯৮ সালে যখন অস্ট্রেলিয়া ভারত সফরে আসে, তখন সবাই এই সিরিজকে ওয়ার্ন বনাম তেন্ডুলকরের সিরিজ বলে আখ্যা দিচ্ছিলেন। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ওয়ার্ন সচিনকে আউট করেছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে সচিন ওয়ার্নকে অনে মেরেছিলেন।’

এরপর কুম্বলে আরও বলেন, ‘একটা অলিখিত গোপন তথ্য ছিল যে আপনি যদি শেন ওয়ার্নের বন্ধ হন তাহলে কোনও অজি খেলোয়াড় আপনাকে মাঠে স্লেজ করবেন না। আপনার যদি ওয়ার্নের সাথে বন্ধুত্ব থাকে এবং আপনি ব্যাট করতে যাচ্ছেন, তাহলে আপনি অজিদের কাছ থেকে কোনও কটূক্তি পাবেন না। তাই আমি যখন ব্যাট করতে যেতাম, তখন অজিদের তরফে আমাকে অস্থির করার জন্য কোনও কটূক্তি করা হত না। এটাই ছিল ওয়ার্নি, এভাবেই সে তাঁর বন্ধুদের দেখাশোনা করত।’

বন্ধ করুন