শুভব্রত মুখার্জি: বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন থাইল্যান্ডে ছুটি কাটানোর সময়তে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫২ বছর বয়সে অকাল মৃত্যুর কোলে ঢলে পড়েন। কিংবদন্তি লেগ স্পিনারকে 'আইকনিক' ক্রিকেট গ্রাউন্ড মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড অর্থাৎ এমসিজিতে শেষ শ্রদ্ধার্ঘ্য জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সরকারের তরফে। বিষয়টি নিশ্চিত করা হয়েছে অস্ট্রেলিয়ান মিডিয়াতে। ১ লাখ সমর্থক, ভক্ত সাক্ষী থাকতে পারবেন এই শেষ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানে। রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।
আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। ওয়ার্নের গোটা পরিবার উপস্থিত থাকবেন এই পাবলিক মেমোরিয়াল অনুষ্ঠানে। ব্যক্তিগতভাবে তার পরিবারের সদস্যরা একান্তে ওয়ার্নের আত্মার শান্তি কামনার পরবর্তীতে অনুষ্ঠিত হবে এই পাবলিক মেমোরিয়াল অনুষ্ঠান। অস্ট্রেলিয়ার মিডিয়াতে এই খবর প্রকাশিত হলেও মেলবোর্নকে ভেন্যু হিসেবে এখনও নিশ্চিত করেননি অবশ্য ওয়ার্নের দীর্ঘদিনের ম্যানেজার জেমস এরসকাইন। তবে জেমস একথা জানাতেও ভোলেননি যে মেলবোর্ন ওয়ার্নের মতো কিংবদন্তি ক্রিকেটারের শেষ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানটি হোস্ট করার মতন একদম সঠিক জায়গা।
অস্ট্রেলিয়ান রুলস ফুটবল শুরু হয়েছে। এর মধ্যেই ২-৩ সপ্তাহের মধ্যে আয়োজন করা হবে ওয়ার্নের শেষকৃত্য। যদিও অনুষ্ঠানের তারিখ নির্দিষ্ট করা হয়নি। উল্লেখ্য এই মাঠেই ১৯৯৪ সালে অ্যাসেজে টেস্ট ম্যাচে প্রথম টেস্ট হ্যাটট্রিকটি করেছিলেন শেন ওয়ার্ন। সাউদার্ন স্ট্যান্ডের ও নামকরণ করা হবে ওয়ার্নের নামে। নাম রাখা হবে এসকে ওয়ার্ন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।