শার্দুল মাঠে যে প্রচেষ্টা চালিয়েছে তাকে কুর্নিশ জানিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। তার মতে শার্দুল এমন একজন ক্রিকেটার যাকে সকলেই নিজের দলে রাখতে চাইবেন। গাভাসকর বলেন, ‘আপনি দলে যে ধরনের খেলোয়াড় চান তিনি ঠিক সেই রকমই। সে তার শতভাগ দেয়। তিনি নিজের চেষ্টা কখনই থামান না। তিনি বোঝেন তাকে কী করতে হবে এবং প্রতিবারই কোনও অভিযোগ ছাড়াই তা করে দেন।’
শার্দুল ঠাকুর প্রসঙ্গে বলতে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর বলেন, ‘যখন বুমরাহ এবং শামি খেলার জন্য উপলব্ধ ছিলেন না, তখন তিনি কেবল সাত উইকেটই পাননি, একটি অর্ধশতরানও করেছিলেন। গাব্বাতে ভারতের জয়ের পিছনে তিনি অন্যতম প্রধান ভূমিকা পালন করে ছিলেন। ইংল্যান্ডে এমন কিছু ঘটনা ঘটে ছিল যখন ভারতীয় দল খুব বেশি রান করতে পারেনি। সেই সময় ক্রিজে এসে দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। সে প্রতিটি ইনিংসে উইকেটও পেয়েছিলেন।’
বুমরাহ-শামি থাকা সত্ত্বেও কী ভাবে ‘লর্ড’ শার্দুল ঠাকুর এত উইকেট পাচ্ছেন? শার্দুলের সাফল্যের পিছনের আসল রহস্যটা ফাঁস করলেনন গাভাসকর। তিনি বলেন, ‘একজন ব্যাটার শামি ও বুমরাহের মুখোমুখি হচ্ছে এবং সে হঠাৎ করে এমন একজন বোলারের (শার্দুল) বিরুদ্ধে দাঁড়াচ্ছে যে ৫-১০ কিমি কম গতিবেগে বল করে। সে কিছু রান করার কথা ভাবতে পারে কিন্তু শার্দুল অফ-স্টাম্পের ঠিক চারপাশে বোলিং করে এবং বল দূরে সরিয়ে দেয়। তিনি পাঁচ উইকেট নেওয়ার যোগ্য বোলার।’