এক বিশ্বকাপ থেকে পরের বিশ্বকাপ পর্যন্ত নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। বাণিজ্যিক সংস্থাগুলিকে নিজেদের পণ্যের প্রচারে প্রায়শই এমন প্রতিশ্রুতি দিতে দেখা যায়, যা ভরসা জোগায় ক্রেতা বা উপভোক্তাদের। তবে এক বিশ্বকাপ থেকে পরের বিশ্বকাপ পর্যন্ত শার্দুল ঠাকুর কীভাবে ভারতীয় দলকে ভরসা জুগিয়ে চলেছেন, ছোট্ট পরিসংখ্যানেই সেটা প্রমাণ হয়।
২০১৯ বিশ্বকাপের পর থেকে এখনও পর্যন্ত বিশ্বের প্রথম সারির দেশগুলির সব বোলারদের মধ্যে ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৩টি উইকেট নেওয়ার পরে তিনি এই নিরিখে টপকে যান অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে।
এক্ষেত্রে প্রথমসারির দেশ বলতে সেগুলিকেই বোঝানে হচ্ছে, যারা এবছর ওয়ান ডে বিশ্বকাপে অংশ নেবে। অর্থাৎ, ২০২৩ বিশ্বকাপে অংশ নিতে চলা দেশগুলির বোলারদের মধ্যে শেষ চার বছরে সব থেকে বেশি ওয়ান ডে উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর।
এই চার বছরে শার্দুল ভারতের হয়ে ৩২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমে ৪৮টি উইকেট সংগ্রহ করেছেন। ২০১৯ বিশ্বকাপের পর থেকে মিচেল স্টার্ক ৪৭টি ওয়ান ডে ম্যাচে মাঠে নেমে ৪৭টি উইকেট সংগ্রহ করেছেন। আপাতত তিনি চলে গেলেন তালিকার দ্বিতীয় স্থানে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজের প্রথম ২টি ম্যাচে মাঠে নেমে শার্দুল ঠাকুর সাকুল্যে ৪টি উইকেট দখল করেন। প্রথম ম্যাচে তিনি ১৪ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। দ্বিতীয় ম্যাচে ৪২ রান খরচ করে ৩টি উইকেট পকেটে পোরেন শার্দুল।
শার্দুল ঠাকুর এখনও পর্যন্ত ভারতের হয়ে মোট ৩৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে উইকেট নিয়েছেন ৫৪টি। দু'বার ইনিংসে ৪ উইকেট নিলেও এখনও ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করতে পারেননি তিনি। ২০১৮ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫২ রানে ৪টি উইকেট দখল করেন শার্দুল ঠাকুর। সেটিই এখনও পর্যন্ত তাঁর ওয়ান ডে কেরিয়ারের সেবা বোলিং পারফর্ম্যান্স। পরে ২০২১ সালে পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৭ রানের বিনিময়ে ৪টি উইকেট পকেটে পোরেন ঠাকুর।
সুতরাং এটা স্পষ্ট যে, শামি-বুমরাহ-সিরাজরা নন, গত চার বছরে শার্দুল ঠাকুর নিঃশব্দে ভারতীয় দলকে নির্ভরতা দিয়েছেন। স্বাভাবিকভাবেই ঘরের মাঠে আসন্ন ওয়ান ডে বিশ্বকাপেও ভারতকে ভরসা জোগাতে পারেন শার্দুল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।