বাংলা নিউজ > ময়দান > নিজের বিয়ের হলদি অনুষ্ঠানে নাচলেন শার্দুল! ভাইরাল ক্রিকেটারের ভিডিয়ো

নিজের বিয়ের হলদি অনুষ্ঠানে নাচলেন শার্দুল! ভাইরাল ক্রিকেটারের ভিডিয়ো

ভাইরাল শার্দুল ঠাকুরের ডান্সের ভিডিয়ো (ছবি-ইনস্টাগ্রাম)

শার্দুল ঠাকুর ২০২১ সালের নভেম্বরে মিতালির সঙ্গে বাগদান করেছিলেন, এখন তিনি ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি মিতালির সঙ্গে গাঁটছড়া বাঁধবেন। এদিকে শার্দুলের বিয়ে সংক্রান্ত একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। সেই ভিডিয়োতে শার্দুলকে তাঁর হলদি অনুষ্ঠানে প্রচণ্ড নাচতে দেখা যাচ্ছে।

সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটার কেএল রাহুল ও অক্ষর প্যাটেল। একই সঙ্গে শিগগিরই বান্ধবী মিতালি পারুলকারকে বিয়ে করতে চলেছেন ভারতীয় ক্রিকেটার শার্দুল ঠাকুর। শার্দুল ঠাকুর ২০২১ সালের নভেম্বরে মিতালির সঙ্গে বাগদান করেছিলেন, এখন তিনি ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি মিতালির সঙ্গে গাঁটছড়া বাঁধবেন। এদিকে শার্দুলের বিয়ে সংক্রান্ত একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। সেই ভিডিয়োতে শার্দুলকে তাঁর হলদি অনুষ্ঠানে প্রচণ্ড নাচতে দেখা যাচ্ছে।

শিগগিরই গাঁটছড়া বাঁধতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের লর্ড হিসেবে পরিচিত শার্দুল ঠাকুর। যেখানে সম্প্রতি ক্রিকেটার অক্ষর প্যাটেল এবং কেএল রাহুল বিয়ে করেছেন, এখন শার্দুল দুই বছর আগের বাগদান করা সম্পর্ককে বিয়েতে রূপান্তর করতে চলেছেন। মিতালি পারুলকারকে বিয়ে করতে চলেছেন শার্দুল। চেহারায় মিতালি বলিউডের কোনও অভিনেত্রীর চেয়ে কম নয়।

আরও পড়ুন… T20 বোঝেন এমন কাউকে আনুন: ভিন্ন ফর্ম্যাটে ভিন্ন কোচের পরামর্শ দিলেন হরভজন সিং

দুজনেই ২০২১ সালে বাগদান করেছিলেন। এ সময় বিয়ের পরিকল্পনাও সম্পন্ন হয় তাদের। গোয়ায় সাত পাকের কথা থাকলেও ব্যক্তিগত কারণে তাদের বিয়ে পিছিয়ে যায়। এখন দুজনেই ২৭ ফেব্রুয়ারি সাত পাক নিতে যাচ্ছেন। ২৬ ফেব্রুয়ারি হলুদ ও মেহেদির যাবতীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হবে। পরে বিয়ে স্থগিত করার কারণ সামনে আসে। করোনার কারণেই নাকি বিয়েটা বেশ কিছুদিন পিছিয়ে যায়।

করোনার সময় ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বিয়ে পিছিয়ে দেন শার্দুল ঠাকুর। এমন পরিস্থিতিতে তিনি এখন গোয়ার বদলে মুম্বইয়ে বিয়ের অনুষ্ঠান করতে চলেছেন। শার্দুলের ভাবী স্ত্রী মিতালি বর্তমানে একটি বেকারি কোম্পানি চালান। দীর্ঘদিন ধরে মডেল হিসেবে কাজ করছেন তিনি। এ ছাড়া কয়েকটি বড় কোম্পানিতে সেক্রেটারি হিসেবেও কাজ করেছেন।

আরও পড়ুন… ‘পরের বছরের চুক্তি নিয়ে কিছু ফাইনাল হয়নি’- ইস্টবেঙ্গলের আসন্ন মরশুম নিয়ে ভাবছেন না স্টিফেন কনস্ট্যান্টাইন

শার্দুলের বিয়েতে শুধু বাছাই করা অতিথিরাই আসবেন। কারণ টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে, খেলোয়াড়দের তালিকা অর্ধেক করে দেওয়া হয়েছে। এর ফলে নিজেদের পরিবার এবং বন্ধুদের সঙ্গে নিয়ে তাদের বিয়ে ধুমধাম করে হতে চলেছে। সতীর্থ থেকে ক্রিকেট ভক্ত, এরই মধ্যে শার্দুলকে অভিনন্দন জানাতে শুরু করেছেন।

মুম্বইয়ে শুরু হয়েছে শার্দুল ঠাকুরের বিয়ের অনুষ্ঠান। শার্দুলের হলদি অনুষ্ঠানের ভিডিয়ো ভাইরাল হচ্ছে যাতে তাঁকে মারাঠি গানে প্রচণ্ড নাচতে দেখা যায়। ভিডিয়োতে শার্দুলকে হলুদ কুর্তায় দেখা যাচ্ছে। ভিডিয়োর শুরুতে শার্দুলকে নাচতে দেখা যাচ্ছে। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে। ভক্তরাও এই ভিডিয়োতে নিজেদের মতামত দিচ্ছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন