আইপিএল নিলামের আগে শার্দুল ঠাকুরকে ছেড়ে দিতে পারে দিল্লি ক্যাপিটালস। সেইসঙ্গে কেএস ভরত এবং মনদীপ সিংকেও ছেড়ে দেওয়া হতে পারে। এমনই জানানো হয়েছে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার জন্য আপাতত আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের হাতে তিন সপ্তাহ আছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) সেই সংক্রান্ত তথ্য জানাতে হবে। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, এবার শার্দুলকে ছেড়ে দিতে পারে দিল্লি। চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির অন্যতম 'অস্ত্র' শার্দুলকে গত বছরের মেগা নিলামে ১০.৭৫ কোটি টাকায় কিনেছিল ঋষভ পন্তদের দল।
কিন্তু চেন্নাইয়ের হলুদ জার্সি ছেড়ে দিল্লির নীল জার্সি পরার পর সেরকম ছন্দে ছিলেন না শার্দুল। দিল্লির হয়ে ১৪ ম্যাচে মাত্র ১৫ উইকেট নিয়েছিলেন। শুধু যে উইকেট পাননি, তা নয়। প্রচুর রানও দিয়েছিলেন শার্দুল। যিনি আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের ব্যাক-আপ হিসেবে অস্ট্রেলিয়ায় আছেন। গতবার আইপিএলে তাঁর ইকোনমি রেট ছিল ৯.৭৮। গড় ৩১.৫৩ ছিল। ব্যাট হাতেও ছন্দে ছিলেন না। মাত্র ১২০ করেছিলেন ভারতের তারকা অল-রাউন্ডার। যিনি গত বছর গাব্বায় ভারতের জয়ের অন্যতম কারিগর ছিলেন। ওই প্রতিবেদন অনুযায়ী, নিলামে তুলে শার্দুলকে কম টাকায় কেনার পথে হাঁটতে পারে দিল্লি।
আরও পড়ুন: ১৮ বলে ৫৯ রান! বিস্ফোরক ইনিংসের কৃতিত্ব IPL কে দিলেন অজি অলরাউন্ডার মার্কাস স্টোইনিস
শার্দুলের পাশাপাশি বাজে পারফরম্যান্সের কারণে মনদীপকেও দিল্লি ছেড়ে দিতে চলেছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। তিন ম্যাচে ১৮ রান করেছিলেন মনদীপ। স্ট্রাইক রেট ছিল ৭৮.২৬। সেই পরিস্থিতিতে মনদীপকে আর সুযোগ দিতে দিল্লি রাজি নয় বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। কারণ এমনিতেই দিল্লির ব্যাটিং লাইন-আপ অত্যন্ত শক্তিশালী।
আরও পড়ুন: IPL 2023 Auction: ইস্তানবুলে আইপিএল নিলাম! অবাক করা সিদ্ধান্ত নিতে চলেছে BCCI, রিপোর্ট
পারফরম্যান্সের কারণে শার্দুল এবং মনদীপকে ছেড়ে দেওয়া হলেও ভরতকে সম্পূর্ণ ভিন্ন কারণে ছেড়ে দেওয়া হচ্ছে। দিল্লির অধিনায়ক পন্ত উইকেটকিপার হওয়ায় গত মরশুমে কোনও ম্যাচে সুযোগ পাননি ভরত। যিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে নজর কেড়েছিলেন। ওই প্রতিবেদনে জানানো হয়েছে ভারতের অন্যতম সেরা উইকেটকিপার হিসেবে বিবেচিত হলেও দিল্লির প্রথম একাদশে সুযোগ মেলেনি। তাই এবার তাঁকে ছেড়ে দিতে পারে দিল্লি। যে ভরতকে দু'কোটি টাকায় নেওয়া হয়েছিল।