বিরাট কোহলির সঙ্গে দেখা করেছিলেন শার্ক ট্যাঙ্কের বিচারক অশনীর গ্রোভার।সেই ছবি টুইটারে শেয়ার করেন। তাতে এমন ক্যাপশন দিলেন শার্ক ট্যাঙ্কের বিচারক, যে সেই টুইট ভাইরাল হয়ে গিয়েছে। অশনীরের ক্যাপশন দেখে হাসি থামাতে পারছেন না নেটিজেনরা।
বুধবার টুইটারে বিরাটের সঙ্গে ছবি পোস্ট করেন অশনীর। সঙ্গে লেখেন, ‘বেন স্টোকসের (ইঙ্গিতটা কোনদিকে ছিল, তা বুঝতে অসুবিধা হয়নি নেটিজেনদের) প্রতি বিশেষ ভালোবাসা থাকা দিল্লির দুই ছেলের মধ্যে কী আলোচনা হতে পারে? নাগপুরের ম্যাচের (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ) জন্য বিরাট কোহলিকে শুভেচ্ছা।’
সেই টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা অনুমান করতে শুরু করেন, কী নিয়ে আলোচনা করছিলেন। সঙ্গে সেই ‘বেন স্টোকস’ শব্দবন্ধনীও ব্যবহার করেন তাঁরা। এক নেটিজেন বলেন, ‘অশনীরকে বিরাট বলেছেন, আজ নাইট-আউটের জন্য গুরুগ্রামে যাবি নাকি অন্য কোথাও যাবি? অশনীর পালটা কোহলিকে বলছেন, গুরুগ্রাম, হজ খাস তো বাচ্চারা যায়। আমরা দু'জন ****** রাশিয়া যাব।’ অপর এক নেটিজেন বলেন, ‘দিল্লির লোকের মধ্যে সর্বদাই একটা দিল্লির ব্যাপার থাকে।’
বিরাটের ‘বেন স্টোকস’ কীর্তি
মাঠে খেলার সময় বিরাট বরাবরই অত্যন্ত আবেগপ্রবণ থাকেন। বিশেষত উইকেট পড়লে তাঁকে কিছু বলতে দেখা যায়। অনেকের মতে, একটি বিশেষ শব্দ ব্যবহার করছেন বিরাট। তারইমধ্যে ২০১৯ সালে স্টোকস টুইটারে লিখেছিলেন, 'আমি হয়তো টুইটার ডিলিট করে দিতে পারি, যাতে আমায় আর এরকম টুইট দেখতে না হয়, যেখানে বলা হয়েছে যে ও (বিরাট) বেন স্টোকস (ও সেটা বলছে না) বলছে।' টুইটার থেকে ‘অবসর’ না নিলেও পরবর্তীতে সেই টুইট ডিলিট করে দিয়েছিলেন স্টোকস।
আরও পড়ুন: নিরাপত্তা কারণে খরচ ৪০ কোটি টাকা! ইংল্যান্ডের পাকিস্তান সফরে বড় ক্ষতির মুখে PCB
তবে বিরাটের ‘বেন স্টোকস’ কীর্তি থেকে পরেও দূরে সরে থাকতে পারেননি ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক। ২০২০ সালের ইএসপিএন টুইটার হ্যান্ডেলে বিরাটের ফোনে কথা বলার ছবি পোস্ট করা হয়েছিল। সঙ্গে লেখা হয়েছিল, 'আপনি যদি বিরাট কোহলির সঙ্গে ফোনে কথা বলতেন, তাহলে আপনি কি বলতেন?' তাতে পালটা স্টোকস বলেছিলেন, 'বেন স্টোকস - আপনি যদি জানেন, তাহলে আপনি জানা আছে।'
আরও পড়ুন: কারও ওজন বেশি, কারও ফিটনেস জিরো, T20 WC-এ ভারতকে চাপে ফেলবে-হুঁশিয়ারি সলমন বাটের
সেইসবের মধ্যে বিরাট এবং স্টোকসের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার অভাব নেই। মাঠে সংঘাত হলেও স্টোকস যখন একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন, তখন প্রশংসা করেছিলেন কোহলি। তিনি বলেছিলেন, 'আমি যাদের বিরুদ্ধে খেলেছি, তাদের মধ্যে তুমিই সবথেকে বেশি টক্কর দিয়েছ। তোমায় শ্রদ্ধা জানাচ্ছি।' একইসুরে স্টোকস বলেছিলেন, ‘ও একজন অসাধারণ খেলোয়াড়। আমি যতবারই ওর বিরুদ্ধে মাঠে নেমেছি, ততবারই উপভোগ করেছি। মাঠে ও যেরকম ছন্দে খেলে, সে বিষয়ে আমি ওর বিরুদ্ধে খেলা শুরু করার আগে থেকেই প্রশংসা করেছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।