বাংলা নিউজ > ময়দান > গুলি-বারুদের ধোঁয়ার মাঝেই দুহাত ছাড়া বেড়ে ওঠা! প্যারিসে রূপকথা লিখলেন শীতল দেবী…

গুলি-বারুদের ধোঁয়ার মাঝেই দুহাত ছাড়া বেড়ে ওঠা! প্যারিসে রূপকথা লিখলেন শীতল দেবী…

শীতল দেবি। ছবি- এপি (AP)

জন্ম থেকেই বিরল রোগ ফোকোমেলিয়ায় আক্রান্ত শীতল। সেই কারণে তাঁর দুই হাত ঠিকঠাক ভাবে বেড়ে ওঠেনি। কিন্তু জম্মু কাশ্মীরের ১৭ বছর বয়সী শীতলকে গুলি বোমার ধোঁয়া বা শারীরিক প্রতিকুলতা কিছুই রুখতে পারল না প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ জয় থেকে। রাকেশ কুমারকে সঙ্গী করে প্যারিসে রূপকথা লিখলেন শীতল দেবী।

তীরন্দাজিতে প্রথম মহিলা হিসেবে প্যারালিম্পিক্সে পদক জিতে ইতিহাস গড়েছেন ভারতের শীতল দেবী। সোমবার দিনটা প্যারিসে ভারতের জন্য ভালোই গেছে। এক দিনেই এসেছে ৮টি পদক। এর মধ্যে ব্যাডমিন্টনে পাঁচটি, অ্যাথলেটিক্সে দুটি এবং আর্চারিতে একটি। তীরন্দাজিতে রাকেশ কুমারকে সঙ্গী করে চোখ ধাঁধানো পারফরমেন্স করেন ভারতের শীতল দেবী, যা দেখে মুগ্ধ হয়ে যান সকলে। পা দিয়ে তীর ছুঁড়েই অর্জুন হয়ে ওঠেন শীতল।

 

ইতালির এলিয়োনোরা সার্তি এবং ম্যাতেও বোনাচিনা জুটির বিরুদ্ধে ১ পয়েন্টের ব্যবধানে ব্রোঞ্জ পদক ম্যাচে জিতে যায় ভারতের এই জুটি। খেলার ফল দাঁড়ায় ভারতের পক্ষে ১৫৬-১৫৫। এরপর আবেগের বাঁধ ভাঙল ভারতীয় প্যারালিম্পিয়ান জুটির। এই নিয়ে দ্বিতীয়বার প্যারালিম্পিক্সে তীরন্দাজিতে পদক জিতল ভারত। এর আগে ২০২০ টোকিয়ো অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পান হরবিন্দর সিং। প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারালিম্পিক্সে আর্চারিতে শীতল পদক পেতেই গ্যারালিতে উচ্ছাস প্রকাশ করতে থাকেন কোচ কুলদীপ ভেদওয়ান।

আরও পড়ুন-বুড়ো হাড়ে ভেল্কি! US Open-এ বাজিমাত বোপান্নার! উঠলেন মিক্সড ডবলসের সেমিতে…

১৭ বছর বয়সী শীতলের শেষ শট প্রথমে ৯ পয়েন্ট দেওয়া হলেও যখন দুই দলের শেষ শট পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা হয়, তখন দেখা যায় শীতলের নেওয়া শট বুলস আইয়ের বেশি কাছে। এরপরই তাঁর সেই শটকে দশ পয়েন্ট নেন বিচারকরা, তাতেই ভারতের ব্রোঞ্জ পদক অর্জনের পথ সুগম হয়। সেমিফাইনালে ইরানের বিরুদ্ধে এমনই হয়েছিল, কিন্তু সেটা গেছিল ভারতের বিরুদ্ধে। এবার সেই সিদ্ধান্ত গেলে শীতল দেবী এবং রাকেশের অনুকুলে।

আরও পড়ুন-প্যারিস প্যারালিম্পিক্সে 'চক দে ইন্ডিয়া'! এক দিনে এল ৮ পদক! সোনা জয় সুমিত-নীতেশের…

শেষ চারটি শটের আগে পিছিয়ে ছিল ভারত। শেষ চারটি শটের মধ্যে ভারতীয় জুটি মারে ১০, ৯, ১০, ১০। পাল্টা ইতালির প্রতিপক্ষ মারে ৯, ৯, ১০, ১০। স্কোর দাঁড়ায় ১৫৫-১৫৫। এরপরই বিচারকদের সিদ্ধান্তে জয়ী হয় ভারতীয় জুটি। ইরানের বিপক্ষে সেমিফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ে ম্যাচ শ্যুটঅফে গেলে দেখা যায় দুই দলেরই পয়েন্ট ছিল ১৫২-১৫২। শেষ শটে ইরানের তীরন্দাজ ৯ পয়েন্ট পেলেও পরে সেটা রিভিউ করে ১০ করে দেওয়ায় ভারতকে হেরে যেতে হয়। নাহলে রৌপ্য পদক বা সোনাও আনতে পারতেন শীতল দেবীরা।

আরও পড়ুন-US Open-আর নয় অঘটন…প্রত্যাশা মতোই ইউএস ওপেনের শেষ আটে মেদভেদেভ, সুয়াটেক! ছিটকে গেলেন ওজনিয়াকি!

জন্ম থেকেই বিরল রোগ ফোকোমেলিয়ায় আক্রান্ত শীতল। সেই কারণে তাঁর দুই হাত ঠিকঠাক ভাবে বেড়ে ওঠেনি। কিন্তু জম্মু কাশ্মীরের ১৭ বছর বয়সী শীতলকে গুলি বোমার ধোঁয়া বা শারীরিক প্রতিকুলতা কিছুই রুখতে পারল না প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ জয় থেকে। রাকেশ কুমারকে সঙ্গী করে প্যারিসে রূপকথা লিখলেন শীতল দেবী। তাঁকে সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ক্রিকেটার হরভজন সিং, সকলেই কুর্নিশ জানিয়েছেন।

 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ডাক্তারদের জন্য ধর্মতলায় সমস্যা হচ্ছে, সরানো হোক! আর্জি শুনে হাইকোর্ট সোজা বলল…. IND vs PAK ম্যাচে দর্শক আসনে বুমরাহ! মাঠে কার জন্য গলা ফাটাতে গিয়েছিলেন জসপ্রীত? পদাতিক দেখে 'পাল্টে গেছেন' কবীর সুমন, প্রশংসা পেতেই সৃজিত লিখলেন, ‘একটা বৃত্ত…’ স্বস্তিকার খোঁপার গাঁদা ফুলের প্রেমে পড়ল কুণাল? নায়িকার ছবি দিয়ে গদগদ ক্যাপশন ভারত-পাক ম্যাচে ভেঙে গেল আগের সব রেকর্ড, বিশ্বকাপের গ্রুপ লিগে এত দর্শক এই প্রথম মহাষ্টমীতে বিরল মহাযোগ! মা দুর্গা এত সম্পদ দেবেন, ৪ রাশি কুলিয়ে উঠতে পারবে না 'ওর কাছে বায়না করেছি…' দেবীপক্ষ শুরু হতেই পুজোর আমেজে নুসরত,যশের কাছে কী চাইলেন কল্যাণী JNM হাসপাতালে পৌঁছল জয়নগরের শিশুর দেহ, ময়নাতদন্ত করবেন AIIMSএর চিকিৎসকরা 'পুলিশের গুলিতে হত ১, মণ্ডপ উদ্বোধন করছেন CM', পুজোর চাঁদা নিয়ে সংঘর্ষ ত্রিপুরায় ভারী লহেঙ্গা পরে নাজেহাল শ্রদ্ধা! তাঁর র‌্যাম্পে হাঁটা নিয়ে একী বললেন নেটিজেনরা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.