শুভব্রত মুখার্জি: সদ্য শেষ হওয়া মহিলা টি-২০ বিশ্বকাপে ব্যাট হাতে খুব ভালো পারফরম্যান্স করতে পারেননি ভারতের তারকা ব্যাটার শেফালি বর্মা। তবে ডব্লুপিএলের প্রথম ম্যাচেই মারকুটে ইনিংস খেলতে দেখা গেল তাঁকে। এদিন ব্রেবোর্ন স্টেডিয়ামে ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করেন শেফালি। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলারদের বেদম ঠ্যাঙানি দেন। তাঁর ৮৫ রানের ইনিংসে ভর করে বিরাট স্কোর করতে সমর্থ হয় দিল্লি। তবে ইনিংসের শুরুতে বেশ নার্ভাস ছিলেন শেফালি। সেকথা জানানোর পাশাপাশি, ভারতীয় তারকা জানিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক মেগ ল্যানিং, তাঁকে শান্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। মেগ ল্যানিংয়ের কারণেই বড় ইনিংস খেলতে সমর্থ হয়েছেন তিনি।
মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের হয়ে মাত্র ১০২ রান করেছিলেন শেফালি বর্মা। যার মধ্যে তাঁর সর্বোচ্চ রান ছিল ৩৩। ভারত বিশ্বকাপে সেমিফাইনালে হেরেই ছিটকে গিয়েছিল। এদিন দিল্লির হয়ে ইনিংসের সূচনা করেন শেফালি বর্মা এবং মেগ ল্যানিং। দুজনে মিলে জুটিতে তোলেন ১৬২ রান। ম্যাচে দিল্লি ৬০ রানের বড় ব্যবধানে হারিয়ে দেয় আরসিবিকে। ম্যাচ শেষে শেফালি স্বীকার করে নেন তাঁর এই ইনিংসের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মেগ ল্যানিংয়ের।
ম্যাচ শেষের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেফালি বর্মা জানান, 'আমি ইনিংসের শুরুতে বেশ নার্ভাস ছিলাম। মেগ ল্যানিংয়ের সঙ্গে খেলার অভিজ্ঞতা খুব ভালো। আমার খুব ভালো বন্ধু ও। আমাকে ও বলেছিল ব্যাট হাতে দায়িত্বশীল হতে হবে। আমি আজকে ভালো শট খেলার দিকেই মন দিয়েছিলাম। নিজের শক্তি অনুযায়ী এদিন খেলেছি। মাইলফলকে পৌঁছানো সবসময় খুব গর্বের বিষয়। আমি আজকে আমাদের দলের স্কোর নিয়ে খুব খুশি।'
এদিন দিল্লি প্রথমে ব্যাট করে ২ উইকেটে ২২৩ রান তোলে। শেফালি ৮৫ রান করার পাশাপাশি মেগ ল্যানিংও ৭২ রান করেন। জবাবে আট উইকেটে ১৬৩ রানেই আটকে যায় আরসিবি। দিল্লির হয়ে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন আমেরিকার বাঁহাতি পেসার তারা নরিস। মাত্র ২৯ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে গড়েন নয়া নজির।