বাংলা নিউজ > ময়দান > ‘অন্তত আরও তিন বছর খেলব’, নিজের ভবিষ্যত নিয়ে স্পষ্ট বার্তা শিখর ধাওয়ানের

‘অন্তত আরও তিন বছর খেলব’, নিজের ভবিষ্যত নিয়ে স্পষ্ট বার্তা শিখর ধাওয়ানের

জাতীয় দলের জার্সি গায়ে শিখর ধাওয়ান। ছবি- আইসিসি।

এ বছর আইপিএলে ইতিমধ্যেই ৩৮.২৭-র গড়ে ৪২১ রান করে ফেলেছেন শিখর।

আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক শিখর ধাওয়ান। মরশুমের পর মরশুম ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন শিখর। তবে ভারতের ওয়ান ডে স্কোয়াডের সদস্য হলেও, হালে কিন্তু টি-টোয়েন্টি ফর্ম্যাটে তেমন সুযোগ পাননি ধাওয়ান। ভাল আইপিএলের সুবাদে ফের একবার টি-টোয়েন্টিতে কামব্যাকের স্বপ্ন দেখছেন শিখর।

গত বছর আইপিএলে ভাল পারফর্ম করেও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাননি শিখর। এ বছর আইপিএলে ইতিমধ্যেই ৩৮.২৭-র গড়ে ৪২১ রান করে ফেলেছেন শিখর। গত বছর বিশ্বকাপে জায়গা না পেলেও হাল ছাড়তে নারাজ তিনি। নির্বাচকদের সিদ্ধান্ত মেনে নিয়েই শিখর স্পষ্ট জানিয়ে দিচ্ছেন তিনি আরও তিন বছর অন্তত খেলবেন। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে ওরা (নির্বাচকরা) ভেবেছিলেন বাকিরা আমার থেকে বেশি ভাল এবং সেটা নিয়ে সমস্যাও নেই কোনও। নির্বাচকরা যাই সিদ্ধান্ত নিক না কেন, আমি সেটাকে সম্মান করি। সব কিছু মেনে নিয়েই পারফর্ম করে যেতে হবে। আমার হাতে যা আছে  সেটাই আমি নিয়ন্ত্রণ করতে পারি, পারফর্ম করতে পারি। আমি অন্তত আরও তিন বছর খেলব। গত কয়েক বছর ধরে ভালই পারফর্ম করছি এবং আমি আশাবাদী যে আমার পারফরম্যান্সের ভিত্তিতে ভবিষ্যতে আরও মাইলফলক স্পর্শ করব।’

আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দল বেশ কিছু ক্রিকেটারকে বিশ্রাম দিতে পারে বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে শিখর ধাওয়ান আরও একবার টি-টোয়েন্টি ফর্ম্যাটে দেশের জার্সি গায়ে সুযোগ পাবেন, এমনটা আশা করা যেতেই পারে। টি-টোয়েন্টিতেও তিনি দেশের জার্সিতে নিজের অবদান রাখতে পারবেন বলে আত্মবিশ্বাসী শিখর। ‘আমি (ওয়ান ডে) দলের সদস্য হলেও, আমার মতে অভিজ্ঞতার মাধ্যমে ক্ষুদ্রতম (টি-টোয়েন্টি) ফর্ম্যাটেও আমি নিজের অবদান রাখতে পারব। আমি টি-টোয়েন্টিতে তো ভালই খেলছি। আমায় যা ভূমিকা দেওয়া হয়েছে আমি তা সফলভাবে পালন করেছি। যে ফর্ম্যাটেই খেলি না কেন, তা আইপিএল হোক বা ঘরোয়া ক্রিকেট, আমি ধারাবাহিকতা বজায় রেখেছি এবং সবটা উপভোগও করেছি।’ মত শিখরের। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.