বাংলা নিউজ > ময়দান > টেস্টে দ্বিশতরান করতে চন্দ্রপলের লেগেছিল ১৩৬ ইনিংস, ছেলে ৫ ইনিংসেই বাজিমাত করলেন

টেস্টে দ্বিশতরান করতে চন্দ্রপলের লেগেছিল ১৩৬ ইনিংস, ছেলে ৫ ইনিংসেই বাজিমাত করলেন

তাগেনারিন চন্দ্রপল।

শিবনারায়ণ চন্দ্রপলের ছেলে টেক্কা দিল বাবাকে। টেস্টে ডাবল সেঞ্চুরি করতে শিবনারায়ণের লেগেছি ১১ বছর। ১৩৬ ইনিংস খেলার পর তিনি এই সাফল্য পেয়েছিলেন। আর তাঁর ছেলে তাগেনারিন চন্দ্রপলের টেস্টে সেঞ্চুরি করতে লাগল মাত্র ৫ ইনিংস।

পিতাকে ছাপিয়ে গেলেন পুত্র। যে কাজটি করতে বাবা ১১ বছর লাগিয়েছিলেন, সেটি ক্যারিয়ারের শুরুতেই করে ফেললেন তাঁর ছেলে। আসলে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করতে ১৩৬ ইনিংস নিয়েছিলেন শিবনারায়ণ চন্দ্রপল। লেগে গিয়েছিল ১১ বছর। যখন তিনি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, তখন তিনি পাঁচ হাজারের বেশি রান করে ফেলেছিলেন। ১২ হাজারের বেশি বল খেলে ফেলেছিলেন।

আর টেস্টে ডাবল সেঞ্চুরি করতে তাঁর ছেলে তাগেনারিন চন্দ্রপলের লাগল মাত্র ৫ ইনিংস। বুলাওয়েতে জিম্বাবোয়ের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্টে দুরন্ত ছন্দে ডাবল সেঞ্চুরি করেন তাগেনারিন। ওয়েস্ট ইন্ডিজকে রানের পাহাড়ে চড়তে সাহায্য করেন তিনি।

আরও পড়ুন: ঘুরে দাঁড়াতে কখনও থামতেও হয়- গঙ্গার পারে ফিরে আসার লড়াই দীপকের, সঙ্গী স্ত্রী- ভিডিয়ো

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ওপেন করতে নামেন ক্রেগ ব্রাথওয়েট এবং তাগেনারিন। প্রথম উইকেটেই ৩৩৬ রান করে ক্যারিবিয়ান ওপেনিং জুটি। ১৮২ রান করে আউট হন অধিনায়ক ব্রাথওয়েট। ওয়েলিংটন মাসাকাদজা এলবিডব্লিই করেন ব্যাথওয়েটকে। তবে ২০০ রানের গণ্ডি টপকান তাগেনারিন। ২০৮ করে অপরাজিত থাকেন জুনিয়র তাগেনারিন। তাঁর ইনিংসে রয়েছে ১৬টি চার এবং তিনটি ছক্কা।

দ্বিতীয় দিনের শেষে তাগেনারিন অপরাজিত ছিলেন ব্যক্তিগত ১০১ রানে। সেখান থেকে এ দিন ১০৭ রান করেন। উল্লেখযোগ্য বিষয় হল, ২০১৩ সালের মার্চ মাসের পর থেকে দীর্ঘ ১০ বছর ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্টে ওপেন করতে নেমে সেঞ্চুরি করার কৃতিত্ব ছিল মাত্র একজন ক্রিকেটারের। ক্রেগ ব্রাথওয়েট। এই টেস্টেও তিনি একই কাজ করেন। তবে তাঁর নামের পাশে এ বার জুড়ল তাগেনারিনের নাম। ২০১৩ সাল থেকে গত এক দশকে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট শতরানকারী দ্বিতীয় ওপেনারে পরিণত হলেন তাগেনারিন। শুধু সেঞ্চুরি করে তিনি ক্ষান্ত হননি। দ্বিশতরানে নিজের ইনিংস তিনি নিয়ে গিয়েছেন।

আরও পড়ুন: রাহুল না শুভমন- কে হবে রোহিতের ওপেনিং জুটি? ঘরের ছেলেকে পছন্দ ভাজ্জির

এর বাইরে কাইল মায়ার্স ২০ রান করেছেন। জেসন হোল্ডার ১১ করেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাননি। দুই ওপেনার দুর্ধর্ষ পারফরম্যান্স না করলে যাবে পড়ে যেত ওয়েস্ট ইন্ডিজ। যাইহোক, প্রথম ইনিংসে তারা ৪৪৭ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন। জিম্বাবোয়ের হয়ে ব্র্যান্ডন মাভুতা একাই ৫ উইকেট নিয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে শুরুটা খারাপ করেনি। কিন্তু তনুনুরওয়া মাকোনি ৩৬ করে আউট হওয়ার পর একটা ঝটকা খেয়ছে জিম্বাবোয়ে। ৬৩ রানে তারা প্রথম উইকেট হারায়। আর এক ওপেনার ইনোসেন্ট কাইয়া ৩০ করে ক্রিজে রয়েছেন। তৃতীয় দিনের শেষে জিম্বাবোয়ের সংগ্রহ ১ উইকেটে ৬৭ রান। ওকমাত্র উইকেটটি নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের। আলজারি জোসেফ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সর্দি ছাড়াও ৬ রোগের যম কাঁচা হলুদের এই জিভে জল আনা পদ, জানুন রেসিপি সঞ্জয়ই ‘নির্যাতিত’, ফাঁসি না হলেও হাইকোর্টে মামলার পথে আরজি করের ধর্ষক ও খুনি শিশুকে বোতলের দুধ খাওয়ান? সতর্ক না থাকলে এইসব সমস্যা হতে পারে খুদের দিনের কোন সময় এবং কতটুকু কফি পান করা উচিত? যাবজ্জীবনেও খুশি নয় সঞ্জয়, আদালত থেকে বেরনোর সময় বলল, ‘বদনাম হয়ে গেলাম’ 'অনেক রকম খেলা চলে…' মালদায় খুন হওয়া বাবলা সরকারের বাড়িতে মমতা সিবিআই ব্যর্থ, আমাদের সঙ্গে এটা ঠিক হল না, বললেন নির্যাতিতার বাবা ‘ভোর ৬টায় মাঠে আসত, ২ মাস বিরিয়ানি খায়নি’! শামির ফিরে আসার গল্প ম্যাকোর গলায় ভালোবাসায় মাখামাখি দুটো মন! বিয়ে করেই শ্বেতাকে কোলে নিলেন রুবেল, রিসেপশন কবে? 'কেউ লোভ করবেন না,' সরকারি প্রকল্পে কেউ টাকা চাইলে কী করবেন? জানুন মমতার পরামর্শ

IPL 2025 News in Bangla

‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত ‘একটাই টেনশন ছিল, পঞ্জাব যদি আমায়…’ LSG অধিনায়ক হয়ে কোন চিন্তার কথা ফাঁস পন্তের? LSGর অধিনায়ক ঋষভ পন্ত! ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার, বললেন ‘যেভাবেই হোক ওকে দলে নিতাম’ সোমবার কলকাতায় ঘোষণা করা হবে LSG-র নতুন অধিনায়কের নাম! সিংহাসনে বসতে চলেছেন পন্ত ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত ‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা দঃ আফ্রিকার! ছিটকে গেলেন তারকা পেসার BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.