মাঠে যেমন একেবারে নির্ভীকভাবে বলকে বাউন্ডারির বাইরে পাঠাতেন, তেমনই অবসর নেওয়ার পরেও বীরেন্দ্র সেহওয়াগ নিজের মতামতের মাধ্যমে সকলকে মাতিয়ে রাখেন। কোনও রাখঢাক না করেই সেহওয়াগ সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন তারকা বোলার শোয়েব আখতারের বিরুদ্ধে বল ‘চাকিং’ করার অভিযোগ আনেন।
তাঁর প্রজন্মের সবচেয়ে গতিময় দুই ফাস্ট বোলার ব্রেট লি এবং শোয়ের আখতারের মধ্যে তুলনা টেনে সেহওয়াগ বলেন যে, লির হাত সোজা আসত বলেই তিনি তাঁর বল বুঝতে পারতেন। তবে শোয়েবের বল আর হাত কোথায় সেটাই ঠিক করে ধরতে না পারায় তাঁর শোয়েবের বল বুঝতে বেশ সমস্যাই হত। এরপরেই সেহওয়াগ দাবি করেন শোয়েব নিজেও জানতেন যে তিনি ‘চাকিং’ করছেন। এই গুরুতর অভিযোগের বিরুদ্ধে অবশ্য শোয়েব সেহওয়াগকে আক্রমণ করার বদলে কিছুটা রক্ষণাত্মকই খেললেন। কারণ হিসাবে শোয়ের দাবি সোশ্যাল মিডিয়ার যুগে তিনি সম্পর্কগুলিকে আর খারাপ করতে চান না।
সেহওয়াগের এহেন মন্তব্যের প্রত্যুত্তরে Sportskeeda-কে শোয়েব বলেন, ‘এমন মন্তব্য না করার জন্য আমি সেহওয়াগকে অনুরোধ করব। ও যদি আইসিসির থেকেও বেশি জানে, তাহলে ঠিক আছে। আমি কিন্তু ওকে ভারতের সর্বকালের অন্যতম সেরা ম্যাচ উইনারই মনে করি। ও টিম ম্যান ছিল এবং ভারতের সেরা ওপেনারদের একজন। বর্তমানে আমি এমন পর্যায় এবং বয়সে এসে পৌঁছেছি যে আমায় অনেক ভেবেচিন্তে নিজের মতামত জাহির করতে হয়। জাতীয় দলের হয়ে খেলেছেন এমন কোনও খেলোয়াড়ের নামে আমি অপমানজনক কথা আমি বলতে চাই না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।