বাবা করম সিংয়ের জন্য টোকিওতে পদক জিতে ইতিহাস গড়তে চান ভারতের অ্যাথলিট তেজিন্দর পাল সিং টুর। ভারতীয় গ্রাঁ প্রি-তে নিজেরই জাতীয় রেকর্ড ভেঙে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। নতুন এশিয়ান রেকর্ডও তৈরি করেছেন। সেই তেজিন্দরই প্রয়াত বাবার জন্য অলিম্পিক্সের পদক জিততে চান।
এশিয়ান গেমসের শটপাটে সোনা জিতে বাড়ি ফেরার পথে বাবা করম সিংয়ের মৃত্যুর খবর পেয়েছিলেন তেজিন্দর। বাবার জন্যই ক্রীড়া জগতে এত দূর এগোতে পেরেছেন তিনি। তাই বাবর মৃত্যুর পর ভেঙে পড়লেও, ফের ঘুরে দাঁড়িয়েছেন। নিজেকে আবার নতুন ভাবে তৈরি করেছেন। বাবার স্বপ্ন ছিল, ছেলে অলিম্পিক্সে অংশ নেবেন। সেই স্বপ্ন পূরণ করতে দিন রাত এক করে পরিশ্রম করে গিয়েছেন তেজিন্দর। সেই ফলও পেয়েছেন।
এ বার টোকিও অলিম্পিক্সের ছাড়পত্র পেয়ে গিয়েছেন তেজিন্দর পাল সিং টুর। তবে তিনি আজও বাবার স্মৃতি আঁকড়েই লড়াই চালিয়ে যাচ্ছেন। বাবার মৃত্যুর তিন বছর পর তাঁর অলিম্পিক্সের স্বপ্ন পূরণ হয়েছে। তেজিন্দর বলেছেন, ‘বাবার স্বপ্ন ছিল, তেজু একদিন অলিম্পিক্স যাবে। বাবা যদি বেঁচে থাকতেন, তা হলে অলিম্পিক্সে যাওয়ার খবরে জড়িয়ে ধরতেন। আজ বাবার জন্যই এই জায়গায় দাঁড়িয়ে আছি। টোকিওতে যদি পদক জিততে পারি, তা হলে বাবাকেই উত্সর্গ করব।’
২৬ বছরের পঞ্জাবি শটপাটারের এটাই প্রথম অলিম্পিক্স। তেজিন্দর বলেছেন, ‘অলিম্পিক্সের জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছি। অনেক আগেই টোকিও অলিম্পিক্সের টিকিট পেতে চেয়েছিলাম। কিন্তু হাঁটুর চোটের জন্য সেটা সম্ভব হয়নি।’
চোট আঘাত তো বটেই, অতীত নিয়েও এখন আর ভাবতে চান না তেজিন্দর। ভারতীয় গ্রাঁ প্রি-তে যা পারফরম্যান্স করেছেন, তার ধারেকাছে যদি থাকতে পারেন, তা হলে অলিম্পিক্সে নিশ্চিত ভাবেই পদক পাবেন তিনি। কিন্তু তেজিন্দর নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে চান। আর তার জন্য, ২২ মিটারের লক্ষ্য সামনে রাখছেন তিনি। তেজিন্দর জানান, ‘অলিম্পিক্সে আমার টার্গেট ২২ মিটার। ওটা ছাড়া আর অন্য কিছু ভাবছি না। আর এটা তখনই সম্ভব, যদি নিজেকে ফিট রাখতে পারি। আমার মনে হচ্ছে, ২২ মিটার ছুঁড়তে পারলে অলিম্পিক্সে পদক নিশ্চিত করতে পারব। দেশের হয়ে প্রথম বার শটপাটে পদক আনার স্বপ্ন দেখি আমি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।