২০২২ সালের এশিয়া কাপের মধ্য দিয়ে নিজের পুরানো ফর্ম দেখিয়েছেন বিরাট কোহলি। নিজেদের শেষ ম্যাচে দুরন্ত শতরান করে নিজেকে ফের প্রমাণ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। কোহলি ২৭৬ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। এমন সময়ে তিনি তাঁর সেঞ্চুরির খরাও শেষ করেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেনন কোহলি।
বিরাট কোহলির এই সেঞ্চুরিটি ওপেনার হিসেবে তিনি করেছেন। এরপরই ক্রিকেট মহলে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির কি ওপেনার হিসাবে খেলা উচিত? এই প্রশ্নে ক্রিকেট বিশেষজ্ঞদের নিজস্ব মতামত রাখছেন।
আরও পড়ুন… CPL 2022: দুরন্ত রাসেল-নারিন, ওয়ারিয়র্সদের ২৬ রানে হারাল নাইট রাইডার্স
এই প্রশ্নের উত্তর নিজের মত দিয়েছেন প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক পার্থিব প্যাটেল। পার্থিব বিশ্বাস করেন যে রোহিত শর্মার সঙ্গে কোহলির ইনিংস ওপেন করা উচিত। তিনি তাঁর উত্তরের ব্যাখ্যাও দিয়েছেন।
ক্রিকবাজে কোহলির ইনিংস শুরু করার প্রশ্নে পার্থিব বলেন, ‘এটা পরিষ্কার, আমি যদি বলি যে বিরাট কোহলির এশিয়া কাপে ওপেন করা উচিত, তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁর ইনিংস ওপেন করা উচিত। এটি দলকে সঠিক ভারসাম্য দেবে।’
পার্থিব প্যাটেল আরও বলেন, ‘তারা (কোহলি এবং রোহিত শর্মা) দুই ভিন্ন ধরনের খেলোয়াড়। একজন খুব আক্রমনাত্মক যিনি শুরু থেকেই বাউন্ডারি মারতে পারেন এবং অন্যজন কোহলি যিনি ফাঁক খুঁজে চার ও ছক্কা মারেন। রোহিত এবং কোহলি যদি প্রথম ছয় ওভার পর্যন্ত খেলেন তবে আমার সন্দেহ নেই যে অস্ট্রেলিয়ার কন্ডিশনেও প্রায়শই তারা ভারতকে প্রায় পঞ্চাশে নিয়ে যাবে।’
আরও পড়ুন… T20 World Cup 2022: চোখের পলকে শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট
তিনি আরও বলেন, ‘কোনও উইকেট না হারিয়ে এটি একটি ভালো স্কোর। এই পরিস্থিতিতে কোহলি সম্ভবত ভারতের সেরা ব্যাটসম্যান। তাই কেন না। আপনার দুই সেরা ব্যাটসম্যান প্রথম ছয় ওভার খেলছেন। আপনার হাতে উইকেট থাকলে, এটি সবসময়ই যে কোনও টি-টোয়েন্টি দলের জন্য সাফল্যের রেসিপি হবে।’
২০২২ সালের এশিয়া কাপের আগে বিরাট কোহলি যে ফর্মে ছিলেন, তা দেখে বলা হচ্ছিল যে তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হতে পারে। কিন্তু পার্থিব প্যাটেল কখনও এমন মনে করেননি। পার্থিব বলেন, ‘কোহলির জায়গা নিয়ে কোনও প্রশ্ন ছিল না। এটা শুধু ফর্ম সম্পর্কে ছিল, কারণ তাঁর কাছ থেকে প্রত্যাশা সবসময় বেশি। আমরা সবসময় তাঁর বড় স্কোর এবং শতরানের কথা বলি। সে রান করছিল, ফিফটি করছিল, কিন্তু সকলেই সেঞ্চুরি নিয়ে কথা বলছিল। বিশ্বকাপে যাবেন কি যাবেন না তা নিয়ে কোনও প্রশ্ন ছিল না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।