অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছাড়াই এবার আইপিএলে অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)? তেমনই একটি আশঙ্কা তৈরি হল। যদিও বিষয়টি নিয়ে এখনও সরকারিভাবে জানানো হয়নি। আপাতত যা খবর, তাতে পিঠের প্রবল ব্যথার জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে যেতে পারেন শ্রেয়স। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শেষ হলেই আগামী ১৭ মার্চ থেকে একদিনের সিরিজ শুরু হতে চলেছে।
পিঠে ব্যথার জন্য রবিবার আমদাবাদ টেস্টে ভারতের প্রথম ইনিংসে ব্যাট করতে নামতে পারেননি শ্রেয়স। নয় উইকেট পড়তেই ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে বলা হয়েছে, 'তৃতীয় দিনের খেলার পর পিঠের নীচের অংশে ব্যথা হচ্ছে বলে জানান শ্রেয়স আইয়ার। ও স্ক্যান করতে গিয়েছে এবং বিসিসিআইয়ের মেডিক্যাল দল ওকে পর্যবেক্ষণে রাখছে।'
আরও পড়ুন: IND vs AUS: পূজারা-জাদেজা আউট হলেও কেন ব্যাট করতে নামেননি শ্রেয়স? দুঃসংবাদ দিল BCCI
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, স্ক্যানের রিপোর্টে আশাব্যঞ্জক কিছু আসেনি। বরং তাতে উদ্বেগ বেড়েছে। বিশেষজ্ঞকে দেখাতে হবে। আরও কয়েকটি পরীক্ষাও করতে হবে বলে ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। সেই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে শ্রেয়স খেলতে পারবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পুরো বিষয়টি নির্বাচকদের জানানো হয়েছে। আমদাবাদ টেস্ট শেষ হওয়ার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে শ্রেয়সকে রাখা হবে কিনা, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
আইপিএলে খেলতে পারবেন শ্রেয়স?
শ্রেয়স আইপিএলের শুরুতেও খেলতে পারবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। এমনিতে শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হতে চলেছে। তারপর ১৯ মার্চ দ্বিতীয় একদিনের ম্যাচ এবং ২২ মার্চ তৃতীয় একদিনের ম্যাচ হবে। তারপর আগামী ৩১ মার্চ থেকে শুরু হবে আইপিএল। প্রথমদিন অবশ্য নাইট ব্রিগেড মাঠে নামবে না। দ্বিতীয় দিনেই (১ এপ্রিল) নামবে কেকেআর।
ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আপাতত অস্ট্রেলিয়া সিরিজে শ্রেয়সকে পাওয়া যাবে কিনা, তা বিবেচনা করে দেখা হচ্ছে। পরে যখন আরও শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হবে, তখন বোঝা যাবে যে কেকেআর অধিনায়ক শ্রেয়স আইপিএলের প্রথম থেকে খেলতে পারবেন কিনা। তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কেকেআরের তরফে মুখ খোলা হয়নি।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)