বুধবার হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে নামছে ভারতীয় দল। তার আগে খারাপ খবর ভারতীয় দলের জন্য। এবার চোট পেয়ে ছিটকে গেলেন ভারতীয় দলের ক্রিকেটার শ্রেয়স আইয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে খেলতে পারবেন না এই ব্যাটার। বিসিসিআইয়ের পক্ষ থেকে শ্রেয়সের ছিটকে যাওয়ার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি জারি করে বিসিসিআই জানিয়েছে, আসন্ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে পাওয়া যাবে না শ্রেয়সকে। পিঠের চোটের জন্য তিন ম্যাচে নেই তিনি। তাঁর পরিবর্তে নির্বাচকরা রজত পতিদারের নাম ঘোষণা করেছে। আপাতত শ্রেয়সকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট আকাডেমিতে পাঠিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেখানেই রিহ্যাবে থাকবেন তিনি।
প্রসঙ্গত সোমবারই হায়দরাবাদে পৌঁছে গিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সোমবার অনুশীলন করেননি কেউ। বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁদের। এবার সিরিজ শুরুর আগেই ধাক্কা খেল ভারতীয় দল। শ্রেয়সের পরিবর্তে রজত স্কোয়াডে এলেও প্রথম ম্যাচে তাঁকে সম্ভবত খেলাবে না ভারতীয় দল। যিনি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন। এখন এটাই দেখার বিষয় শ্রেয়সের পরিবর্তে দলে কে সুযোগ পান। এই সিরিজে দলে নেই লোকেশ রাহুল এবং অক্ষর প্যাটেল। ব্যক্তিগত কারণে তাঁরা ছুটিতে রয়েছেন।
শ্রীলঙ্কাকে ওডিআই সিরিজে হোয়াইট ওয়াশ করেছে ভারত। দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলিও। তিনটি ম্যাচের মধ্যে দুটিতে শতরান করেছেন তিনি। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় রান করার দিকে তাকিয়ে রয়েছেন বিরাট ভক্তরা। তবে শ্রেয়সের ছিটকে যাওয়ায় কিছুটা হলেও সমস্যায় পড়ল ভারতীয় দল।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে বড় রান করতে দেখা যায়নি শ্রেয়সকে। প্রথম দুটি ম্যাচে ২৮ রান করেছিলেন তিনি। তবে শেষ ম্যাচে ৩৮ রান করেন শ্রেয়স। সেই ভাবে বড় রান না পেলেও শ্রেয়সের ছিটকে যাওয়ায় সমস্যায় ভারত। এই সিরিজে যেহেতু লোকেশ রাহুল নেই। তাই শ্রেয়সকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হত। কিন্তু তিনি ছিটকে যাওয়া ভারতের সমস্যা হলেও নিউজল্যান্ড কিছুটা হলেও অক্সিজেন পেল বলা চলে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।