বাংলা নিউজ > ময়দান > গাব্বা টেস্টে আউট হয়ে রেগে গিয়ে চিৎকার করছিলেন শুভমন গিল! কারণ জানালেন ঋষভ পন্ত

গাব্বা টেস্টে আউট হয়ে রেগে গিয়ে চিৎকার করছিলেন শুভমন গিল! কারণ জানালেন ঋষভ পন্ত

আউট হওয়ার পরে শুভমন গিল (ছবি-গেটি ইমেজ)

ঋষভ পন্ত বলেছেন, ‘গিল পুল শট, কাট শট মারছিল। আমি খুশি ছিলাম কারণ আমরা এটি নিয়ে কথা বলেছিলাম। আমার মনে হয়েছিল যে আমাদের জিততেই হবে। সে যখন আউট হয়েছিল, তখন সে রেগে গিয়েছিল। সাজঘরে ফিরে যাওয়ার সময় সে চিৎকার করছিল। সে বলছিল এটা আমি কি করলাম?’

২০২১ সালে ভারতীয় ক্রিকেটে একটি ঐতিহাসিক বছর। সেই বছর অস্ট্রেলিয়ার মাঠে ইতিহাস লিখেছিল ভারতীয় দল। গাব্বার মাঠে অস্ট্রেলিয়া সফরে জিতেছিল। ১৯৮৮ সালে শেষবার গাব্বাতে ওয়েস্ট ইন্ডিজ দলের কাছে টেস্ট হেরেছিল অজিরা। তারপর গাব্বাতে তাদের আর কেউ হারাতে পারেনি। অর্থাৎ অজিদের ৩১ বছর ধরে সংরক্ষিত 'দুর্গ' ভেঙে দিয়েছিল ভারতীয় দল। শুভমন গিল করেছিলেন ৯১ রান। ১৩৮ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে জয় এনে দিয়েছিলেন ঋষভ পন্ত।

গাব্বার উত্তেজনাপূর্ণ সেই টেস্টে ভারতের জয়ের স্থপতি ছিলেন তরুণ শুভমন গিল ও ঋষভ পন্ত। সেই স্মরণীয় টেস্টে মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি করা থেকে বাদ পড়েছিলেন গিল। সেই সময় গিলের কী হয়েছিল তা জানালেন ঋষভ পন্ত। ভারত বনাম অস্ট্রেলিয়ার সেই সিরিজ নিয়ে তৈরি হওয়া ডকুমেন্টারি 'বন্দো মে থা দম'-এ ঋষভ পন্ত বলেছেন, ‘গিল পুল শট, কাট শট মারছিল। আমি খুশি ছিলাম কারণ আমরা এটি নিয়ে কথা বলেছিলাম। আমার মনে হয়েছিল যে আমাদের জিততেই হবে। সে যখন আউট হয়েছিল, তখন সে রেগে গিয়েছিল। সাজঘরে ফিরে যাওয়ার সময় সে চিৎকার করছিল। সে বলছিল এটা আমি কি করলাম?’ 

আরও পড়ুন… আমি তাকে অধিনায়ক হতে দিতাম না! BCCI এর প্রাক্তন নির্বাচকের গলায় পন্তের সমালোচনা

সেই ম্যাচে চেতেশ্বর পূজারা একের পর এক বলের আঘাত নিজের শরীরে নেওয়ার পরেও তার উইকেট ছুঁড়ে দেননি। শরীরে সেই আঘাত এতটাই গুরুতর ছিল যে ফিজিও পরামর্শ দিয়েছিলেন পেনকিলার খাওয়ার। তবে পেনকিলার না খেয়েই শেষদিনের লড়াই শেষে ভারতের হয়ে গড়ে দিয়েছিলেন এক অবিস্মরণীয় জয়ের ভিত। তাই এই ম্যাচে পূজারার লড়াই কেউ কখনও ভুলবে না। এর পাশাপাশি পন্ত ও গিলের ইনিংসও স্মরণীয় হয়ে থাকবে। 

বন্ধ করুন