ভারতীয় দলের টি২০ বিশ্বকাপ জয়ের যতটা গুরুত্ব রয়েছে, ঠিক ততটাই গুরুত্ব রয়েছে নীরজ চোপড়ার অলিম্পিক্স রৌপ্য পদকের বা ডি গুকেশের চেস বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে। ভারতীয় ক্রিকেট দল যথেষ্ট পরিকাঠামোগত আর্থিক সাহায্য পেয়ে এই জায়গায় নিজেদের নিয়ে গেছে, সেখানে গুকেশরা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন অনেক কম আর্থিক খরচে, স্রেফ নিজেদের মগজাস্ত্র কাজে লাগিয়েই।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ায় যাওয়ার সম্ভাবনা কম, এবার আর IPL মিস করতে চান না মহম্মদ শামি…
এরই মধ্যে শুরু হয়ে যাচ্ছে ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। এই সিরিজ চলাকালীনই ভারতীয় দাবাড়ু ডি গুকেশ চেশ বিশ্বচ্যাম্পিয়নশিপের মঞ্চে হারিয়ে দিয়েছেন দিং লিরেনকে। গড়েছেন রেকর্ড। হয়েছেন কনিষ্ঠতম দাবা বিশ্বচ্যাম্পিয়ন। এর আগে এই নজির ছিল স্যার গ্যারি কাসপারভের। তিনি ২২ বছর বয়সেই দাবা বিশ্বচ্যাম্পিয়ন হন।
আরও পড়ুন-অধিনায়কত্ব থেকে ছাঁটাই করেছিলেন ধোনিকে! এখন গোয়েঙ্কার মুখেই মাহি স্তুতি! বিতর্ক ঢাকতে?
দোম্মারাজু গুকেশের এমন ঐতিহাসিক পারফরমেন্সের খবর পৌঁছে গেছে টিম ইন্ডিয়ার অন্দরেও। ব্রিসবেন টেস্টের আগে শুভমন গিলকেও প্রশ্ন করা হয়েছিল গুকেশের পারফরমেন্স সংক্রান্ত বিষয় নিয়ে। তখনই গুকেশকে ভারতীয় দলের পক্ষ থেকে অভিনন্দন জানান গিল। এরপর তিনি বলেন, ‘ভারতীয় ক্রিকেট দলের পক্ষ থেকে ওকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে চাইব। কনিষ্টতম বিশ্বচ্যাম্পিয়ন হওয়া একটা বিশাল বড় ব্যাপার ’।
আরও পড়ুন-বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর গর্ভপাত! বাবর আজমের বিরুদ্ধে মামলায় শুনানি পিছল
আইসিসি চেয়ারম্যান জয় শাহও শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘গুকেশ তুমি আমাদের ভারতকে গর্বিত করেছ, মাত্র ১৮ বছর বয়সেই দাবা বিশ্বচ্যাম্পিয়ন হয়ে। আমি আগামী দিনের দিকে তাকাতে চাই, তোমার থেকে আরও অনেক এরকম সাফল্য দেখার জন্য ’।
এছাড়াও বিসিসিআই গুকেশকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা দোম্মারাজু গুকেশকে কনিষ্ঠতম দাবা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য। ও দিন লিরেনকে হারিয়ে কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পয়ন হয়েছেন ’।
দিন লিরেনের একটা ভুলেই বাজিমাত করে নেন গুকেশ। নাহলে খেলাটা ৫০-৫০ ছিল। কিন্তু শেষ লগ্নে চীনা তারকার একটা ভুলই খেলা ঘুরিয়ে গেয়। ৭.৫ - ৬.৫ ফলে লিরেনকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা জয় করেন গুকেশ। ২০১১ সালে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে থাকা মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটন যুক্ত ছিলেন গুকেশের সঙ্গে।
প্যাডি আপটন বলছেন, ‘গুকেশের সঙ্গে আমরা আলোচনা করেছিলাম, যখন এগিয়ে থাকব তখন কিরকম স্ট্র্যাটেজি হবে আর যখন পিছিয়ে থাকব, তখন কিরকম স্ট্র্যাটেজি হবে। গোটা চ্যাম্পিয়নশিপ নিয়েই আমরা আলোচনা করেছিলাম, কখন কোন পরিস্থিতিতে কি স্ট্র্যাটেজি হতে পারে। অর্থাৎ ফল আমাদের পক্ষে বা বিপক্ষে থাকলেও কী করণীয়, তা নিয়ে স্ট্র্যাটেজি করেছিলাম ’। প্রসঙ্গত আগেই গুকেশ জানিয়েছিল তাঁর আইডল ২০১১ বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।