শুভব্রত মুখার্জি: জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে ভারতীয় দল। ১০ উইকেটে জিতে সিরিজে ১-০ ফলে এগিয়ে রয়েছে কেএল রাহুলরা। ম্যাচে দীপক চাহার ভারতের হয়ে দুরন্ত শুরু করেন। তার নেওয়া তিন উইকেটে ভর করেই জিম্বাবোয়ে দলকে ১৮৯ রানে অলআউট করে ছিল ভারত। জবাবে গিল, ধাওয়ানের জুটি মিলে ভারতকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়। গিল অপরাজিত থাকেন ৮২ রানে। তার এই ইনিংস দেখার পরে প্রাক্তন পাক ওপেনার সলমন বাটের মন্তব্য হল গিলের ব্যাটিং দেখে মার্ক ওয়া ও ড্যামিয়েন মার্টিনের কথা মনে পড়ে যাচ্ছে তাঁর। বর্তমানে ৪-৫ জন ক্রিকেটার এইভাবে ব্যাট করেন।
আরও পড়ুন… ভারতের বিরুদ্ধে সিরিজের আগেই চাপে ইংল্যান্ড, ছিটকে গেলেন ইংল্যাল্ডের ক্যাপ্টেন হেথার নাইট
নিজের ইউটিউব চ্যানেলে সলমন বাট বলেন, ‘আজকের দিনে অনেকেই বলেন পাওয়ার হিটারদের আধিপত্য রয়েছে। যে কোন আলোচনাতেই আধিপত্য থাকে পাওয়ার হিটারদের। এই সময়ে শুভমন গিলদের খেলা আমরা দেখতে পাই যারা ক্রিকেট বলের দুরন্ত টাইমার। ও কনভেনশনাল ক্রিকেট শট খেলে। বাবরও এদের মধ্যে একজন। আমার মতে এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে এইরকম ৪-৫ জন ক্রিকেটার রয়েছে যারা বল টাইম করে খেলতে পছন্দ করে। বাকি সকলেই পাওয়ার হিটিংয়ে বিশ্বাসী।’
আরও পড়ুন… ভারতে দুঃস্থ শিশুদের মেন্টর হিসেবে কাজ করবেন এবি ডি'ভিলিয়ার্স
সলমন বাট আরও বলেন, ‘শুভমন গিলের ব্যাটিং আমাকে মার্ক ওয়া, ড্যামিয়েন মার্টিনের কথা মনে করিয়ে দেয়। ওরা টাচ ক্রিকেটার ছিল। ওর (গিলের) ব্যাটিং দেখে মনে হয় না ও বলকে খুব জোরে মারে। ও বলটা সিম্পলি টাইম করে দেয়। ওর ব্যাটিং দেখতে আমার বেশ ভালো লাগে। ওকে যখন টেস্টে প্রথমবার ব্যাট করতে দেখেছিলাম তখনই আমি বুঝতে পেরেছিলাম ও বড় ক্রিকেটার হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।