বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম আলোচিত ব্যাটার শুভমান গিল। তাঁর প্রতিভায় বিস্মিত প্রায় সকলেই। ২৪ বছর বয়সী তরুণ ক্রিকেটাক নিজের স্বপ্নের ফর্মে রয়েছেন। জাতীয় দল থেকে সদ্য শেষ হওয়া আইপিএল। সব জায়গাতেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। সদ্য শেষ হওয়া আইপিএলে সব থেকে বেশি রান সংগ্রহকারী ক্রিকেটারও তিনি। এবার শুভমন গিলের প্রশংসা শোনা গেল প্রাক্তন তারকা ক্রিকেটার মহম্মদ কাইফের গলায়। তিনি জানান, শুভমনের খেলার ধরণ অনেকটা সচিন তেন্ডুলকারের মতো। যদিও অনেকেই সচিন তেন্ডুলকরের সঙ্গে গিলের তুলনা করেছেন। অবশ্য সেই তুলনায় থাকতে চান না তিনি।
সচিন তেন্ডুলকর ক্রিকেট বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচিত হন। বর্তমানে বিরাট কোহলিকেও সচিনের সঙ্গে তুলনা করা হয়। বিশেষজ্ঞরা বলে থাকেন কেউ যদি সচিনের ১০০ রেকর্ড ভাঙতে পারেন তবে তা কোহলি। এবার সচিন এবং কোহলির সঙ্গে সরাসরি তুলনা করা হচ্ছে শুভমন গিলের। গত এক বছর ধরে তাঁর পারফরম্যান্স এই মর্যাদা এনে দিয়েছে। সম্প্রতি স্পোর্টসকিডার এক অনুষ্ঠানে প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার মহম্মদ কাইফ সচিন-কোহলি-শুভমনের বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন।
তিনি বলেন, 'গিল একজন পুরোপুরি সুসংগঠিত একজন ক্রিকেটার। যদি আমি সচিন এবং বিরাটের তুলনা করি তাহলে বলব বিরাটের কিছু দুর্বলতা রয়েছে। ২০১৪ সালে ও যখন ইংল্যান্ডে যায, সেই সময় পুরোপুরি ব্যর্থ হয়। জেমস অ্যান্ডারসন ওকে খুব সমস্যায় ফেলে। অফ স্টাম্পের বাইরের বলে বারবার খোঁচা দিয়ে আউট হয়েছিল বিরাট। তবে আমি মনে করি যে শুভমন গিলের ব্যাটিং কৌশল অনেকটা সচিনের মতো। এই সময় ওকে আউট করা সত্যি খুব কঠিন বিষয়। আমি মনে করি ওর খেলায় কোন দুর্বলতা নেই। সচিন এবং বিরাট দুজনই কিংবদন্তি। আমি ওদের দু'জনের সঙ্গেই খেলেছি। তবে হ্যাঁ, কোহলির কিছু দুর্বলতা রয়েছে।'
আগামী ৭ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ খেলতে নামবে ভারত। স্বাভাবিকভাবেই সেখানে ওপেন করতে দেখা যাবে শুভমনকে। এই নিয়ে পরপর দুবার চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলছেন তিনি। আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন। ভারতকে দুর্দান্ত একটা শুরুর দেওয়ার ক্ষেত্রে সকলের নজর থাকবে তার ওপর।