ভারতের তরুণ ব্যাটসম্যান শুভমন গিল কাউন্টি ক্রিকেটে নিজের দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছেন। কাউন্টি ক্রিকেটে গ্ল্যামারগানের হয়ে খেলা শুভমন গিল সাসেক্সের বিরুদ্ধে খেলায় শতরান করলেন। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু-এর খেলায় সাসেক্সের মুখোমুখি হয়েছিল গ্ল্যামারগন। ম্যাচে শতরান হাঁকালেন ভারতের তরুণ তারকা শুভমন গিল। এদিন তিনি ১৩৯ বলে ১১৯ রানে ইনিংস খেললেন। এর ফলে কাউন্টি ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি করে ফেললেন শুভমন গিল।
দেখুন শুভমনের সেঞ্চুরি করার ভিডিয়ো-
শুভমন গিলের এই দুর্দান্ত ইনিংসে ছিল ১৬টি চার ও দুটি ছক্কা। শুধু তাই নয়, শুভমন গিল এত দুর্দান্ত শট খেলেছেন যে তাঁর শট মারার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ২৩ বছর বয়সী শুভমন গিলের এই ইনিংসটি এতটাই বিশেষ ছিল যে তিনি পুল,কাট,ড্রাইভ এবং সুইপের মতো শট খেলেছেন। এই ইনিংসে আবারও শুভমন গিল দেখিয়েছেন যে তাঁর ক্লাস কতটা উজ্জ্বল। তিনি যে মাঠের দুই পাশে তাঁর ব্যাট দিয়ে প্রতিটি শট খেলতে পারেন সেটাও তিনি এদিন বিশ্বের সামনে তুলে ধরেছেন।
আরও পড়ুন… সুইডেনের কাছে হেরে স্পেনের সফর শুরু করল ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দল
শুভমন গিল তাঁর ইনিংস চলাকালীন পাকিস্তানের তারকা অলরাউন্ডার ফাহিম আশরাফকেও টার্গেট করেছিলেন। আশরাফের বলে স্লিপে দারুণ একটি শট খেলেন শুভমন গিল। শুভমন গিলের ইনিংসের কারণে ম্যাচে বেশ শক্ত অবস্থানে পৌঁছে গেছে গ্ল্যামারগান। ৫৮ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৯০ রান তুলেছিল গ্ল্যামারগান। শুভমন গিলের ১১৯ রান বাদ দিলে গ্ল্যামারগানের হয়ে ওপেনার ডেভিড লয়েড ৬৪ বলে ৫৬ রান করেছেন। এছাড়াও এডওয়ার্ড বাইরুম ২৩ বলে ২১ রানের ইনিংস খেলেছিলেন। স্যাম নর্থইস্ট ১৮ বলে ১৩ করে আউট হন। বিলি রুট ৬৪ বলে ২১ রান করেছেন। বর্তমানে ক্রিজে রয়েছেন ক্রিস কুক ও অ্যান্ড্রু সল্টার।
পাকিস্তানের বোলারকে ছক্কা মারছেন শুভমন গিল, দেখুন সেই ভিডিয়ো---
আরও পড়ুন… বেঁচে উঠলেন মৃত পাক ক্রিকেটার! নিজের মৃত্যুর সংবাদ পেয়ে চমকে গেলেন বাবরের সতীর্থ
এই ম্যাচে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল শুভমন গিলদের গ্ল্যামারগান। এই ম্যাচে নিজের দলের হয়ে ওপেন করতে নামেননি গিল। তিন নম্বরে ব্যাট করতে নামেন ভারতের তরুণ তারকা। মাঠে নেমে নিজের দুরন্ত ফর্ম তুলে ধরলেন তিনি। তবে দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে জায়গা পাননি শুভমন গিল। এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে টিম ইন্ডিয়াতে জায়গা পাওয়া নিশ্চিত শুভমন গিলের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শিখর ধাওয়ানের সঙ্গে উদ্বোধনী দায়িত্ব সামলাতে দেখা যাবে শুভমন গিলকে। শুভমন গিল ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে যেমন খেলেছিলেন সেই দুর্দান্ত পারফরম্যান্স এই সিরিজেও অব্যাহত রাখতে চান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।