বিশ্ব ক্রিকেটের সবচেয়ে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে করেছেন দুই শতরান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচেও সেঞ্চুরি করেন। বর্তমান ভারতীয় দলের সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটার তিনি। নিয়মিতভাবে রান করে চলেছেন। তিনি ভারতের নতুন তারকা ব্যাটার শুভমন গিল। আকাশ চিড়ে নীল পাখির মতো উড়ছেন শুভমন। তৈরি করছেন নতুন রেকর্ড। নতুন প্রজন্মের উজ্জ্বলতম নক্ষত্র হিসাবে দেখতে শুরু করা হয়েছে তাকে।
চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হবে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। সেই বিশ্বকাপের ওপেনিং জুটির অন্যতম প্রধান দাবিদার ২৩ বছর বয়সি এই তরুণ ব্যাটার। প্রশংসা পাচ্ছেন ক্রিকেট বিশ্বের সর্বস্তর থেকে। সেই তালিকায় নবতম সংযোজন বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। তিনি বলেন, ‘শুভমন গিলের মধ্যে আগামী প্রজন্মের সর্ব শ্রেষ্ঠ ব্যাটার হওয়ার গুণাবলী রয়েছে।’ তিনি এটাও মনে করেন, বিরাট কোহলি ও রোহিত শর্মাদের কাছাকাছি পৌঁছে গিয়েছে শুভমন গিল। রাজকুমার শর্মা বলেন, ‘শুভমন ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটার। ওর খেলা প্রতিনিয়ত উন্নতি করছে। ওর যা পারফরম্যান্স তাতে রোহিত, বিরাটদের কাছাকাছি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে ও।’
ভারতীয় দলে চোখ ঘোরালেই এখন দেখা যাবে তারুণ্যের প্রাচুর্য। শুভমন থেকে ইশান প্রত্যেককেই অসাধারণ পারফরম্যান্স করে নির্বাচকদের কাজটা কঠিন করে দিচ্ছেন। বাংলাদেশের বিরুদ্ধে ইশান ডবল সেঞ্চুরি করার পরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করেন শুভমন। জাতীয় দলের সতীর্থ হলেও তারা একে অপরকে জায়গা ছাড়তে নারাজ, তা ভালো মতো বোঝা যাচ্ছে। শুভমন ও অন্যান্য তরুণ ক্রিকেটারদের লড়াই দলের এক সময় নিয়মিত সদস্য শিখর ধাওয়ানের ক্রিকেট কেরিয়ার প্রশ্নের মুখে।
আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে হলে এই সিরিজ জিততেই হবে ভারতকে। আর এই সিরিজে রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করতে গিলকে দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ভারতে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া দল। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া প্রস্তুতিও শুরু করে দিয়েছে। ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।