ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সির (ITIA) বিরুদ্ধে সুর চড়ালেন প্রাক্তন টেনিস খেলোয়াড় সিমোনা হালেপ। একটা সময় বিশ্বের এক নম্বর টেনিস তারকা ছিলেন এই রোমানিয়ান। তাঁর অভিযোগ, নিষিদ্ধ পদার্থ নেওয়ার মতো দোষের ক্ষেত্রে ITIA সব টেনিস খেলোয়াড়দের বিরুদ্ধে সমান ব্যবস্থা গ্রহণ করছে না, কার্যত দ্বিচারিতা করছে তারা। সম্প্রতি নিষিদ্ধ পদার্থ নেওয়ার জন্য ১ মাসের জন্য নির্বাসিত করা হয় টেনিস তারকা ইগা শিওনটেককে। এই বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন হালেপ। আসলে তাঁর বিরুদ্ধে নেওয়া ITIA-এর ব্যবস্থাকে নিশানা করেছেন তিনি।
ঘটনাটি ঘটেছিল ২০২২ সালে। বিশ্বের প্রাক্তন এক নম্বর খেলোয়াড় এবং দু’বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ীকে নির্বাসিত করেছিল ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি। ইউএস ওপেনের সময়েই তাঁর ডোপ পরীক্ষা করা হয়। দু’টি নমুনার ফলাফলই পজিটিভ এসেছিল। এরপর নির্বাসন কাটিয়ে ২০২৩ সালের মার্চে আবার টেনিস কোর্টে ফিরে আসেন তিনি। হালেপ প্রশ্ন তুলেছেন, ইগা এবং তাঁর এক দোষ হওয়া সত্ত্বেও কেন ITIA দু’জনের বিরুদ্ধে দু’রকম ব্যবস্থা নিল। তিনি এক বিবৃতিতে এই বিষয় নিয়ে ক্ষোভ উগরে দেন। অভিযোগ করেন, ITIA তাঁর ক্যারিয়ার নষ্ট করেছে। তিনি নিজের ইস্টাগ্রামে লিখেছেন, ‘আমি সব সময় ভগবানের উপর বিশ্বাস করি। আমি মনে করি খেলায় স্বচ্ছতা থাকা প্রয়োজন। আমি দয়ায় বিশ্বাসী। যেই অন্যায়টা আমার সঙ্গে করা হয়েছে তা বেদনাদায়ক এবং এটা সব সময় আমার কাছে দুঃখের স্মৃতি হয়ে থেকে যাবে। ITIA দু’টি একই ঘটনায় আলাদা আলাদা ব্যবস্থা গ্রহণ করল, এটা কিভাবে সম্ভব?’
প্রসঙ্গত, সিমোনা হালেপকে ২০২২ সালে ৪ বছরের নির্বাসিত করেছিল ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি। কিন্তু তিনি এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে (CAS) যান ফেব্রুয়ারি ২০২৩-এ। সেখানেই তিনি জয় লাভ করেন। এর আগে নির্বাসিত হওয়ার পর হালেপ বিবৃতিতে বলেছিলেন, ‘এটা আমার জীবনের কঠিনতম অধ্যায়। শুনলাম আমার নমুনায় নিষিদ্ধ পদার্থ পাওয়া গিয়েছে। খুবই কম পরিমাণে থাকলেও আমি অত্যন্ত অবাক। আমি কোনও দিন প্রতারণার কথা কল্পনাতেও আনিনি। এ ধরনের কাজ আমার মূল্যবোধের বিরুদ্ধে।’ জানা যায়, তিনি রোক্সাডুস্টাট নামে একটি ওষুধ নিতেন। এবার নিজের নির্বাসনের বিষয় নিয়েই ক্ষোভ উগরে দিলেন একদা বিশ্বের এক নম্বর টেনিস তারকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।