বাংলা নিউজ > ময়দান > গেম বদলেছে, চ্যালেঞ্জ কঠিন- সিন্ধুর লক্ষ্য অলিম্পিক্সে তৃতীয় পদক জিতে ইতিহাস লেখা, কেমন প্রস্তুতি চলছে তারকা শাটলারের?

গেম বদলেছে, চ্যালেঞ্জ কঠিন- সিন্ধুর লক্ষ্য অলিম্পিক্সে তৃতীয় পদক জিতে ইতিহাস লেখা, কেমন প্রস্তুতি চলছে তারকা শাটলারের?

গেম বদলেছে, চ্যালেঞ্জ কঠিন- সিন্ধুর লক্ষ্য অলিম্পিক্সে তৃতীয় পদক জিতে ইতিহাস লেখা, কেমন প্রস্তুতি চলছে তারকা শাটলারের? ছবি: এপি

রিও অলিম্পিক গেমসে ২০১৬ সালে যবে প্রথম তিনি রুপো জেতেন, তার পর থেকে এখনও পর্যন্ত খেলাটা যে অনেকটাই বদলে গেছে, তার ব্যাখ্যা দিয়েছেন পিভি সিন্ধু। পাশাপাশি এই অলিম্পিক গেমসে তাঁকে পদক জিততে গেলে, আরও স্মার্ট হতে হবে, সে কথাও জানিয়েছেন তিনি। তাঁর লক্ষ্য, অলিম্পিক্সে তৃতীয় পদক জিতে ইতিহাস লেখা।

শুভব্রত মুখার্জি: ভারতীয় অলিম্পিক গেমসের ইতিহাসে নিঃসন্দেহে কিংবদন্তি পিভি সিন্ধু। একমাত্র মহিলা অ্যাথলিট যিনি জিতেছেন দুটি পদক। এছাড়া পুরুষদের মধ্যে একমাত্র সুশীল কুমারের দুটি পদক রয়েছে। এই বছর প্যারিস গেমসে সিন্ধু লড়াই করবেন তাঁর তৃতীয় পদক জয়ের জন্য। সেই নিয়েই কথা বলতে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। যেখানে তিনি এক বাক্যে স্বীকার করে নিয়েছেন ব্যাডমিন্টন খেলাটা অনেকটাই বদলে গিয়েছে। অনেকটাই কঠিন হয়েছে এখনকার খেলা। রিও অলিম্পিক গেমসে ২০১৬ সালে যবে প্রথম তিনি রুপো জেতেন, তার পর থেকে এখনও পর্যন্ত খেলাটা যে অনেকটাই বদলে গেছে, তার ব্যাখ্যা দিয়েছেন তিনি। পাশাপাশি এই অলিম্পিক গেমসে তাঁকে পদক জিততে গেলে, আরও স্মার্ট হতে হবে, সে কথাও জানিয়েছেন তিনি। ২৮ বছর বয়সী তারকা ২০১৯ সালে প্রথম ভারতীয় হিসেবে ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। এর পর টোকিও অলিম্পিক গেমসে ব্রোঞ্জ পদকও জেতেন তিনি।

আরও পড়ুন: পারিবারিক কারণে চাকরি ছাড়ছেন দ্রাবিড়, দু'জনের নাম শর্টলিস্ট করা হয়েছে- দাবি জয় শাহের

রবিবার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ সাইয়ের তরফে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে সিন্ধু জানিয়েছেন, ‘এই বার চ্যালেঞ্জ , প্রতিযোগিতা আরও কঠিন হতে চলেছে। আমরা এখন প্রত্যেকেই প্রত্যেকের খেলাটা জানি। আমাদের খেলাটার আমূল পরিবর্তন হয়ে গিয়েছে। আমি যখন ২০১৬ সালে প্রথম অলিম্পিক্স পদক জিতি, সেই সময়ের থেকে খেলাটা যেমন বদলেছে, তেমন কঠিন হয়েছে। এই মুহূর্তে খেলাটা অনেক বেশি আক্রমণাত্মক হয়ে গিয়েছে। কোর্টের যে কোনও প্রান্ত থেকেই এখন খেলোয়াড়রা আক্রমণাত্মক শট খেলতে পিছপা হন না। প্রত্যেকের ডিফেন্স আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়েছে। ফলে লম্বা লম্বা র‍্যালি খেলার জন্য প্রস্তুত থাকতে হয়। বেশির ভাগ ম্যাচ এখন তিন গেমে যায়। প্রায় এক ঘন্টার লড়াই হয়। ফলে শারীরিক ভাবেও তা বেশ চাপ তৈরি করছে, এটা বলাই যায়।’

আরও পড়ুন: T20 WC জিতেও স্বস্তি নেই, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা,বাবার্ডোজেই আটকে রোহিতরা

সাম্প্রতিক সময়ে সিন্ধু তাঁর কোচিং স্টাফেও পরিবর্তন করেছেন। ইন্দোনেশিয়ার আগাস স্যান্টোসোর কাছে তিনি প্রশিক্ষণ নিচ্ছেন। আধুনিক ব্যাডমিন্টনের সূক্ষ্ম সূক্ষ্ম দিকগুলো ঝালিয়ে নিচ্ছেন। নিজেকে প্রস্তুত করছেন প্যারিস গেমসের কঠিন লড়াইয়ের জন্য। এই বিষয়ে সিন্ধু বলেন, ‘আমার অভিজ্ঞতা রয়েছে। আমি এই নিয়ে তিনটি অলিম্পিক গেমসে খেলতে চলেছি। শারীরিক ভাবে এবং মানসিক ভাবে আমি সব রকমের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমাকে যেটা করতে হবে, তা হল আর একটু স্মার্ট হতে হবে। পয়েন্ট জিততে আক্রমণের পাশাপাশি স্মার্ট খেলাটা জরুরি। আমি সব ধরনের স্ট্রোক খেলার প্রস্তুতি নিচ্ছি। সেটা ডিফেন্স হোক কিংবা অ্যাটাক কিংবা নেট প্লে। যে কোনও একটা স্ট্রোকের উপর আমরা কাজ করছি না। আমরা সব কিছুর উপর কাজ করছি। আমার টেকনিক নিয়ে আমি কাজ করছি। এমন অনেক শাটলার আছে, যারা খুব স্মার্ট।দ্রুত তারা প্ল্যান এ থেকে প্ল্যান বি-তে চলে যেতে পারে। ফলে আমাকে সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হচ্ছে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

AFG vs NZ Test: একটা বলও খেলা হল না, এর আগে কতগুলো টেস্ট এভাবে পরিত্যক্ত হয়েছে শাহরুখের ‘জওয়ান’-এ কাজ করতে গিয়ে অপমানিত! মুখ খুললেন বিরাজ ঘেলানি ‘উৎ-শবে যাচ্ছি’! শকুনের গায়ে নীল-সাদা শাড়ি, হাওয়াই চটি, বিতর্কিত পোস্ট তসলিমার সিসি ক্যামেরা অফ করে নার্সকে ধর্ষণের চেষ্টা, ডাক্তারের যৌনাঙ্গ কেটে পেলেন রক্ষা কলকাতার স্কুলে ৪ বছরের শিশুর মৃত্যু সিবিআইকে দেখাতে হবে যা তারা খাঁচায় বন্দি তোতাপাখি নয়: সুপ্রিম কোর্ট পিতৃপক্ষে বাড়িতেও করতে পারেন শ্রাদ্ধের আয়োজন? কীভাবে করবেন জেনে নিন বাংলাদেশ ও কিউয়িদের হারালেই কেল্লা ফতে! রোহিতদের WTC ফাইনালে ওঠার সম্ভাবনা কতটা? দীপিকা-রণবীরের মেয়েকে দেখতে হাসপাতালে গেলেন শাহরুখ! দেখে নিন বিস্তারিত ঐশ্বর্যর সঙ্গে ডিভোর্স চর্চার মাঝেই নিজেকে বদলে ফেললেন অভিষেক! কেন এই সিদ্ধান্ত?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.