হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ লগ্নে পি ভি সিন্ধুর চূড়ান্ত আগ্রাসন। তাতেই ভস্মীভূত হয়ে গেলেন ওয়াং ঝি ই। ফাইনালে চিনা শাটলারকে ২১-৯, ১১-২১ এবং ২১-১৫ গেমে হারিয়ে কেরিয়ারের প্রথম সিঙ্গাপুর ওপেন জিতলেন সিন্ধু। যা চলতি বছরের তাঁর তৃতীয় খেতাব।
রবিবার ফাইনালের শুরুটা অবশ্য দারুণ করেছিলেন চিনা শাটলার। শুরুতেই দু'পয়েন্টে এগিয়ে যান। তারপর টানা ১৩ পয়েন্ট জেতেন সিন্ধু। সেখান থেকে আর প্রথম গেমে ফিরতে পারেননি চিনা শাটলার। সিন্ধু ১৩-২ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় ওয়াং কয়েকটি পয়েন্ট জিতলেও সেটা স্রেফ সান্ত্বনা পুরস্কার ছিল। বরং অনায়াসে ২১-৯ ব্যবধানে প্রথম গেম জিতে যান ভারতীয় তারকা।
সেই ধাক্কা সামলে দ্বিতীয় গেমে দুর্দান্ত ছন্দে শুরু করেন এশিয়ান চ্যাম্পিয়ন ওয়াং। এগিয়ে যান ৬-০ পয়েন্ট। দ্বিতীয় গেমের বিরতিতে ৩-১১ ব্যবধানে পিছিয়ে থাকেন সিন্ধু। সেখান থেকে কয়েকটি দুর্দান্ত পয়েন্ট জিতলেও কোনও লাভ হয়নি। বরং ১১-২১ পয়েন্টে দ্বিতীয় গেম জিতে ফাইনালে প্রত্যাবর্তন করেন এশিয়ান চ্যাম্পিয়ন।
আরও পড়ুন: জাপানের কাওয়াকামিকে হারিয়ে সিঙ্গাপুর ওপেনের ফাইনালে উঠলেন পিভি সিন্ধু
চূড়ান্ত সেটে সিন্ধু বা ওয়াং - কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়ছিলেন না। তবে কিছুটা পর ম্যাচের রাশ নিজের হাতে তুলে দেন সিন্ধু। তৃতীয় গেমের বিরতিতে ১১-৬ পয়েন্টে এগিয়ে ছিলেন ভারতীয় তারকা। তবে বিরতির পর দারুণ ছন্দে শুরু করেন চিনা শাটলার। টানা তিন পয়েন্ট জেতেন। তারপর দু'জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। শেষের দিকে চূড়ান্ত আগ্রাসনের সঙ্গে তৃতীয় গেম ২১-১৫ ব্যবধানে জেতেন। সেইসঙ্গে প্রথমবার সিঙ্গাপুর ওপেন খেতাব জেতেন সিন্ধু।